ন্যাশনাল ফার্টিলাইজার্সে ১২৮ জুনিঃ ইঞ্জিনিয়ারিং অ্যাসিঃ, ফায়ারম্যান

581
0
NFL recruitment 2021

ন্যাশনাল ফার্টিলাইজার্স লিমিটেডে ১২৮ জন জুনিয়র ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট ও ফায়ারম্যান নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি নম্বর: ০১/ ২০১৮।

ইউনিট অনুযায়ী শূন্যপদের বিন্যাস: ১) ভাতিন্ডা ইউনিট: জুনিয়র ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট গ্রেড টু: পোস্ট কোড ০১: প্রোডাকশন: শূন্যপদ ১০ (অসংরক্ষিত ৭, তপশিলি জাতি ৩)। পোস্ট কোড ০২: মেকানিক্যাল: শূন্যপদ ১২ (অসংরক্ষিত ৭, তপশিলি জাতি ৩, ওবিসি এনসিএল ২)। পোস্ট কোড ০৩: ইলেক্ট্রিক্যাল: শূন্যপদ ৫ (অসংরক্ষিত ৩, তপশিলি জাতি ১, ওবিসি এনসিএল ১)। পোস্ট কোড ০৪: ইনস্ট্রুমেন্টেশন: শূন্যপদ ৪ (অসংরক্ষিত ৩, তপশিলি জাতি ১)।

২) পানিপত ইউনিট: জুনিয়র ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট গ্রেড টু: পোস্ট কোড ০১: প্রোডাকশন: শূন্যপদ ৪০ (অসংরক্ষিত ২২, তপশিলি জাতি ৭, ওবিসি এনসিএল ১১)। পোস্ট কোড ০২: মেকানিক্যাল: শূন্যপদ ১০ (অসংরক্ষিত ৭, তপশিলি জাতি ১, ওবিসি এনসিএল ২)। এইসবের মধ্যে ১টি শারীরিক প্রতিবন্ধীদের জন্য সংরক্ষিত। পোস্ট কোড ০৩: ইলেক্ট্রিক্যাল: শূন্যপদ ৩ (অসংরক্ষিত ২, তপিশলি জাতি ১)। পোস্ট কোড ০৪: ইনস্ট্রুমেন্টেশন: শূন্যপদ ৯ (অসংরক্ষিত ৫, তপশিলি জাতি ১, ওবিসি এনসিএল ৩)।

৩) বিজয়পুর ইউনিট: জুনিয়র ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট গ্রেড টু: পোস্ট কোড ০১: প্রোডাকশন: শূন্যপদ ১০ (অসংরক্ষিত ৫, তপশিলি জাতি ২, তপশিলি উপজাতি ২, ওবিসি এনসিএল ১)। পোস্ট কোড ০২: মেকানিক্যাল: শূন্যপদ ১৫ (অসংরক্ষিত ৮, তপশিলি জাতি ২, তপশিলি উপজাতি ৩, ওবিসি ২)। এইসবের মধ্যে ১টি শারীরিক প্রতিবন্ধীদের জন্য সংরক্ষিত। পোস্ট কোড ০৩: ইলেক্ট্রিক্যাল: শূন্যপদ ৪ (অসংরক্ষিত ২, তপশিলি জাতি ১, ওবিসি এনসিএল ১)। এইসবের মধ্যে শারীরিক প্রতিবন্ধীদের জন্য সংরক্ষিত। পোস্ট কোড ০৪: ইনস্ট্রুমেন্টেশন: শূন্যপদ ৫ (অসংরক্ষিত ৪, তপশিলি উপজাতি ১)।

৪) নাঙ্গাল ইউনিট: পোস্ট কোড ০৫: ফায়ারম্যান (ফায়ার ডিসিপ্লিন): শূন্যপদ ২ (অসংরক্ষিত)।

যোগ্যতা: জুনিয়র ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট গ্রেড টু (প্রোডাকশন): বিএসসি (ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স সহ) অথবা কেমিকেল ইঞ্জিনিয়ারিংয়ে তিন বছরের ডিপ্লোমা।

জুনিয়র ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট গ্রেড টু (মেকানিক্যাল): মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে তিন বছরের ডিপ্লোমা।

জুনিয়র ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট গ্রেড টু (ইলেক্ট্রিক্যাল): ইলেক্ট্রিক্যাল/ ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে তিন বছরের ডিপ্লোমা।

জুনিয়র ইঞ্জিনিয়ারিং অ্যাসিস্ট্যান্ট গ্রেড টু (ইনস্ট্রুমেন্টেশন): ইনস্ট্রুমেন্টেশন/ ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড কন্ট্রোল/ ইলেক্ট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন/ ইলেক্ট্রনিক্স ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড কন্ট্রোল/ ইন্ডাস্ট্রিয়াল ইনস্ট্রুমেন্টেশন/ প্রসেস কন্ট্রোল ইনস্ট্রুমেন্টেশন/ ইলেক্ট্রনিক্স অ্যান্ড ইলেক্ট্রিক্যাল/ অ্যাপ্লায়েড ইলেক্ট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন/ ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন/ ইলেক্ট্রনিক্স অ্যান্ড কন্ট্রোল ইঞ্জিনিয়ারিংয়ে তিন বছরের ডিপ্লোমা।

ফায়ারম্যান: ম্যাট্রিকুলেশন বা সমতুল পাশ সঙ্গে কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় বা ইনস্টিটিউট থেকে এলিমেন্টারি ফায়ারফাইটিংয়ে ৬ মাসের কোর্স বা ডিফেন্স ইনস্টিটিউট অব ফায়ার রিসার্চ থেকে জেনারেল রেগুলার ফায়ার ফাইটিং কোর্স। বৈধ ড্রাইভিং লাইসেন্স থাকতে হবে। শারীরিক দিক থেকে পুরোপুরি সুস্থ হতে হবে। ফায়ারম্যান পদের ক্ষেত্রে ফিজিক্যাল স্ট্যান্ডার্ড টেস্ট ও ফিজিক্যাল এনডিওরেন্স টেস্ট হবে। শারীরিক মাপজোক: জুতো ছাড়া উচ্চতা ১৬৫ সেন্টিমিটার। বুকের ছাতি না ফুলিয়ে ও ফুলিয়ে যথাক্রমে ৮১-৮৫ সেন্টিমিটার। ওজন ন্যূনতম ৫০ কেজি। পার্বত্য অঞ্চলের প্রার্থীরা উচ্চতার ক্ষেত্রে ২.৫ সেন্টিমিটার ছাড় পাবেন। দৃষ্টিশক্তি: চশমা সহ বা চশমা ছাড়া দুচোখে ৬/৬। ফিজিক্যাল এনডিওরেন্স টেস্টে ৯০ সেকেন্ডে ৬০ কিলোগ্রাম ওজন নিয়ে ১০০ গজ দৌড়োতে হবে। দড়ি বাইতে হবে মাটি থেকে ৮-১০ ফুট। তৃতীয় এবং ষষ্ঠ রাউন্ডে লিফটিং।

বয়সসীমা: সবকটি পদের ক্ষেত্রেই বয়স হতে হবে ১৮-৩০ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

আবেদনের পদ্ধতি: www.nationalfertilizers.com ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে। বৈধ ইমেল আইডি ও ফোন নম্বর থাকতে হবে। অনলাইন আবেদন করা যাবে ১৭ জুন ২০১৮ তারিখ পর্যন্ত। অন্যান্য প্রাসঙ্গিক তথ্য জানা যাবে উপরোক্ত ওয়েবসাইটে।