পরমাণু গবেষণা সংস্থায় ১৯৭ স্টাইপেন্ডিয়ারি ট্রেনি

972
0
IGCAR recruitment

ইন্দিরা গান্ধী সেন্টার ফর অ্যাটমিক রিসার্চে ১৯৭ জন স্টাইপেন্ডিয়ারি ট্রেনি (ক্যাটেগরি-ওয়ানে গ্রুপ-‘বি’ ও ক্যাটেগরি-টুতে গ্রুপ-‘সি’) নিয়োগ করা হবে। নিচের যোগ্যতার যে-কোনো ভারতীয়রা আবেদন করতে পারবেন।

স্টাইপেন্ডিয়ারি ট্রেনি গ্রুপ বির শূন্যপদের বিন্যাস: পোস্ট কোড সিএটি-ওয়ান/০১: মেকানিক্যাল: শূন্যপদ ২৭ (অসংরক্ষিত ১৪, ওবিসি ৮, তপশিলি উপজাতি ৫)। পোস্ট কোড সিএটি-ওয়ান/০৩: ইলেক্ট্রিক্যাল: শূন্যপদ ১৮ (অসংরক্ষিত ৯, ওবিসি ৫, তপশিলি উপজাতি ৪)। পোস্ট কোড সিএটি-ওয়ান/০৪: ইলেক্ট্রনিক্স: শূন্যপদ ৪ (অসংরক্ষিত ২, ওবিসি ১, তপশিলি উপজাতি ১)। পোস্ট কোড সিএটি-ওয়ান/০৫: ইনস্ট্রুমেন্টেশন: শূন্যপদ ১০ (অসংরক্ষিত ৫, ওবিসি ৩, তপশিলি উপজাতি ২)। পোস্ট কোড সিএটি-ওয়ান/০৬: কেমিক্যাল: শূন্যপদ ৯ (অসংরক্ষিত ৫, ওবিসি ২, তপশিলি উপজাতি ২)। পোস্ট কোড সিএটি-ওয়ান/০৭: কেমিস্ট্রি: শূন্যপদ ৮ (অসংরক্ষিত ৪, ওবিসি ২, তপশিলি উপজাতি ২)। পোস্ট কোড সিএটি-ওয়ান/০৮: ফিজিক্স: শূন্যপদ ৭ (অসংরক্ষিত ৪, ওবিসি ২, তপশিলি উপজাতি ১)।

স্টাইপেন্ডিয়ারি ট্রেনি গ্রুপ সির শূন্যপদের বিন্যাস: পোস্ট কোড সিএটি-টু/০১: প্ল্যান্ট অপারেটর: শূন্যপদ ২৩ (অসংরক্ষিত ৮, ওবিসি ৬, তপশিলি জাতি ৯)। পোস্ট কোড সিএটি-টু/০২: ইলেক্ট্রিশিয়ান: শূন্যপদ ১৬ (অসংরক্ষিত ৭, ওবিসি ৪, তপশিলি জাতি ৫)। পোস্ট কোড সিএটি-টু/০৩: ইলেক্ট্রনিক মেকানিক: শূন্যপদ ৫ (অসংরক্ষিত ২, ওবিসি ১, তপশিলি জাতি ২)। পোস্ট কোড সিএটি-টু/০৪: ওয়েল্ডার: শূন্যপদ ৪ (অসংরক্ষিত ২, ওবিসি ১, তপশিলি জাতি ১)। পোস্ট কোড সিএটি-টু/০৫: মেকানিক্যাল মেকানিক টুল মেন্টেন্যান্স: শূন্যপদ ৪ (অসংরক্ষিত ২, ওবিসি ১, তপশিলি জাতি ১)। পোস্ট কোড সিএটি-টু/০৬: ইনস্ট্রুমেন্ট মেকানিক: শূন্যপদ ১৪ (অসংরক্ষিত ৬, ওবিসি ৩, তপশিলি জাতি ৫)। পোস্ট কোড সিএটি-টু/০৭: ফিটার: শূন্যপদ ২০ (অসংরক্ষিত ৩, ওবিসি ৫, তপশিলি জাতি ১২)। পোস্ট কোড সিএটি-টু/০৮: ড্রাফটসম্যান: শূন্যপদ ৫ (অসংরক্ষিত ২, ওবিসি ১, তপশিলি জাতি ২)। পোস্ট কোড সিএটি-টু/০৯: রেফ্রিজেরেশন অ্যান্ড এসি মেকানিক: শূন্যপদ ১ (অসংরক্ষিত)। পোস্ট কোড সিএটি-টু/১০: মেশিনিস্ট: শূন্যপদ ২ (অসংরক্ষিত)। পোস্ট কোড সিএটি-টু/১১: ল্যাব অ্যাসিস্ট্যান্ট (বায়োলজি): শূন্যপদ ১ (অসংরক্ষিত)। পোস্ট কোড সিএটি-টু/১২: ল্যাব অ্যাসিস্ট্যান্ট (ফিজিক্স/ কেমিস্ট্রি): শূন্যপদ ১৯ (অসংরক্ষিত ৭, ওবিসি৫, তপশিলি জাতি ৭)।

যোগ্যতা: গ্রুপ ‘বি’ পোস্ট: মেকানিক্যাল: মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা। ইলেক্ট্রিক্যাল: ইলেক্ট্রিক্যাল/ ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা। ইলেক্ট্রনিক্স: ইলেক্ট্রনিক্স/ ইলেক্ট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা। ইনস্ট্রুমেন্টেশন: ইলেক্ট্রনিক্স অ্যান্ড ইনস্ট্রুমেন্টেশন/ ইনস্ট্রুমেন্টেশন ইঞ্জিনিয়ারিং/ ইনস্ট্রুমেন্টেশন টেকনোলজি/ ইনস্ট্রুমেন্টেশন অ্যান্ড কন্ট্রোল ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা। কেমিক্যাল: কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং/ কেমিক্যাল টেকনোলজিতে ডিপ্লোমা। কেমিস্ট্রি: বিএসসি (কেমিস্ট্রি)। ফিজিক্স: বিএসসি (ফিজিক্স)।                                                                                                                                                                                    গ্রুপ ‘সি’ পোস্ট: প্ল্যান্ট অপারেটর: ১) সায়েন্স এবং ম্যাথমেটিক্স সহ এসএসসি সঙ্গে ২) অ্যাটেন্ড্যান্ট অপারেটর (কেমিক্যাল প্ল্যান্ট) হিসেবে অন্তত এক বছরের আইটিআই সার্টিফিকেট অথবা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স সহ এইচএসসি পাশ।

ইলেক্ট্রিশিয়ান/ ইলেক্ট্রনিক মেকানিক/ ওয়েল্ডার/ মেকানিক্যাল মেশিন টুল মেন্টেন্যান্স/ ইনস্ট্রুমেন্ট মেকানিক/ ফিটার/ ড্রাফটসম্যান (মেকানিক্যাল)/ রেফ্রিজারেশন অ্যান্ড এসি মেকানিক/ মেশিনিস্ট: ১) সায়েন্স এবং ম্যাথমেটিক্স সহ এসএসসি পাশ, অথবা ফিজিক্স, কেমিস্ট্রি ও ম্যাথমেটিক্স সহ এইচএসসি সঙ্গে ২) ইলেক্ট্রিশিয়ান/ ইলেক্ট্রনিক মেকানিক/ ওয়েল্ডার/ মেকানিক্যাল মেশিন টুল মেন্টেন্যান্স/ ইনস্ট্রুমেন্ট মেকানিক/ ফিটার/ ড্রাফটসম্যান-মেকানিক্যাল/ রেফ্রিজারেশন অ্যান্ড এয়ারকন্ডিশনিং/ মেশিনিস্ট ট্রেডে অন্তত এক বছরের আইটিআই সার্টিফিকেট।

ল্যাব অ্যাসিস্ট্যান্ট (বায়োলজি): ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স ও বায়োলজি সহ এইচএসসি। ল্যাব অ্যাসিস্ট্যান্ট (ফিজিক্স/ কেমিস্ট্রি): ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথমেটিক্স সহ এইচএসসি।

প্রয়োজনীয় নম্বর: গ্রুপ ‘বি’ ও ‘সি’ সবক্ষেত্রেই এসএসসি, এইচএসসি, ডিপ্লোমা, বিএসসিতে (যেক্ষেত্রে যেটি প্রযোজ্য) ন্যূনতম ৬০ শতাংশ নম্বর নিয়ে পাশ করে থাকতে হবে।

ট্রেনিংয়ের সময়সীমা ও স্টাইপেন্ড: দু বছরের ট্রেনিং হবে। ছয় মাসের শ্রেণিকক্ষ ট্রেনিং ও পরের আঠারো মাস জব ট্রেনিং হবে। ট্রেনিং চলাকালীন প্রথম বছরে গ্রুপ ‘বি’-র ক্ষেত্রে প্রতি মাসে ১৬০০০ টাকা ও দ্বিতীয় বছরে প্রতি মাসে ১৮০০০ টাকা করে স্টাইপেন্ড দেওয়া হবে। গ্রুপ ‘সি’-র ক্ষেত্রে প্রথম বছরে মাসে ১০৫০০ টাকা ও দ্বিতীয় বছরে ১২৫০০ টাকা করে স্টাইপেন্ড দেওয়া হবে।

বয়সসীমা: ১৭ জুন ২০১৮ তারিখে গ্রুপ ‘বি’ ক্ষেত্রে বয়স হতে হবে ১৮-২৪ বছরের মধ্যে। গ্রুপ ‘সি’-র ক্ষেত্রে ১৮-২২ বছরের মধ্যে। সবক্ষেত্রেই সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

আবেদনের ফি: গ্রুপ ‘বি’-র ক্ষেত্রে ২০০ টাকা ও ‘সি’-র ক্ষেত্রে ১০০ টাকা। তপশিলি জাতি/ উপজাতি, শারীরিক প্রতিবন্ধী ও মহিলা প্রার্থীদের ফি দিতে হবে না।

আবেদনের পদ্ধতি: www.igcar.gov.in ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে। বৈধ ইমেল আইডি ও ফোন নম্বর থাকতে হবে। অনলাইন আবেদন করা যাবে ১৭ জুন ২০১৮ বিকাল ৫টা পর্যন্ত। অন্যান্য প্রাসঙ্গিক তথ্য জানা যাবে উপরোক্ত ওয়েবসাইটে।