ইউপিএসসির কম্বাইন্ড জিও সায়েন্টিস্ট পরীক্ষার সময়সূচি

854
0

ইউনিয়ন পাবলিক সার্ভিস কমিশনের কম্বাইন্ড জিও-সায়েন্টিস্ট (মেইন) পরীক্ষা ২০২০-র সময়সূচি প্রকাশ করা হয়েছে। এইরকম:

১৭ অক্টোবর, সকাল ৯টা থেকে বেলা ১২টা (জিওলজি পেপার ওয়ান কোড নম্বর ১২, জিওফিজিক্স পেপার ওয়ান কোড নম্বর ৩২, কেমিস্ট্রি পেপার ওয়ান কোড নম্বর ৪২)।

১৭ অক্টোবর, দুপুর ২ টো থেকে বিকেল ৫টা (জিওলজি পেপার টু কোড নম্বর ১৩, জিওফিজিক্স পেপার টু কোড নম্বর ৩৩, কেমিস্ট্রি পেপার টু কোড নম্বর ৪৩)।

১৮ অক্টোবর, সকাল ৯টা থেকে দুপুর ১২টা (জিওলজি পেপার থ্রি কোড নম্বর ১৪, জিওফিকিক্স পেপার থ্রি পোস্ট কোড ৩৪, কেমিস্ট্রি পেপার থ্রি পোস্ট কোড ৪৪)।

১৮ অক্টোবর, দুপুর ২টো থেকে বিকেল ৫টা পর্যন্ত (হাইড্রোজিওলজি কোড নম্বর ১৫)।

https://www.upsc.gov.in/sites/default/files/TT-CGEOSM-20-Engl.pdf লিঙ্কে গিয়ে নোটিসটি দেখতে পারবেন।

 

লাইভ টিভি দেখুন:    https://chetana.tv/

বাংলার প্রথম এডুকেশনাল চ্যানেল