ডাক বিভাগে ২৪২ এমটিএস পরীক্ষার সিলেবাস

schedule
2018-09-05 | 12:40h
update
2018-09-05 | 12:44h
person
জীবিকা দিশারী
domain
জীবিকা দিশারী

জেনারেল নলেজে ভূগোল, ভারতীয় ইতিহাস, ফ্রিডম স্ট্রাগল, কালচার অ্যান্ড স্পোর্টস, জেনারেল পলিটি অ্যান্ড কনস্টিটিউশন অব ইন্ডিয়া, ইকোনমিক্স, জেনারেল সায়েন্স, কারেন্ট অ্যাফেয়ার্স অ্যান্ড রিজনিং, অ্যানালিটিক্যাল এবিলিটির উপর প্রশ্ন থাকবে।

ম্যাথমেটিক্সে নাম্বার সিস্টেমস, কমপুটেশন অব হোল নাম্বার, ডেসিমেলস অ্যান্ড ফ্র্যাকশন, রিলেশনশিপ বিটুইন নাম্বারস, ফান্ডামেন্টাল অ্যারিথমেটিক্যাল অপারেশনস, পার্সেন্টেজ, রেশিও-প্রপোর্শন, প্রফিট অ্যান্ড লস, সিম্পল ইন্টারেস্ট, অ্যাভারেজ, ডিসকাউন্ট, পার্টনারশিপ, সময় ও কাজ, সময় ও দূরত্ব, টেবিলস ও গ্রাফস-এর ব্যবহার, মেনসুরেশন।

Advertisement

ইংরেজি বিষয়ে থাকবে আর্টিকেল, প্রিপোজিশন, কনজাংশন, টেন্স, ভার্ব, সমার্থক শব্দ, বিপরীতশব্দ, ভোকাবুলারি, বাক্যগঠন, আনসিন প্যাসেজ, প্রোভার্ব।

রিজিওনাল ল্যাঙ্গুয়েজে থাকবে পদ, ক্রিয়াভেদ, মিশ্র ও সংযুক্ত বাক্য, বাক্য রূপান্তর, স্বরসন্ধি, অলঙ্কার, সমাস, বাক্য সংশোধন, প্রবচন ও বাগ্‌ধারা, আনসিন প্যাসেজ, গদ্যাংশ। সবক্ষেত্রেই দশম শ্রেণির স্তরের প্রশ্ন হবে।

 

Advertisement

Imprint
Responsible for the content:
jibikadishari.co.in
Privacy & Terms of Use:
jibikadishari.co.in
Mobile website via:
WordPress AMP Plugin
Last AMPHTML update:
10.05.2024 - 04:48:56
Privacy-Data & cookie usage: