পলিটেকনিকগুলিতে মেডিকেল ল্যাব টেক লেকচারার নিয়োগের ইন্টারভিউ

579
0
SSC CHSL, SSC CHSL 2017, SSC CHSL Result

রাজ্য সরকারের পলিটেকনিকগুলিতে বিজ্ঞপ্তি নম্বর 24(xxiii)/2018 অনুযায়ী মেডিকেল লেবরেটরি টেকনোলজির লেকচারার নিয়োগের জন্য পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের ইন্টারভিউ হবে আগামী ১৩ ও ১৪ ফেব্রুয়ারি তারিখে। তার জন্য ই-ইন্টারভিউ কললেটার ডাউনলোড করে নিতে হবে কমিশনের ওয়েবসাইট থেকে। ডাউনলোড করা যাবে ৬ ফেব্রুয়ারি থেকে।

প্রার্থীদের তালিকা ও ইন্টারভিউয়ের দিনক্ষণ জানা যাবে এই লিঙ্কে: https://www.pscwbonline.gov.in/docs/2679026