পলিটেকনিক পড়ুয়াদের জন্য মাহীন্দ্রা স্কলারশিপ

614
0
polytechnic-teacher-recruitment-picture

কে সি মাহীন্দ্রা এডুকেশন ট্রাস্ট থেকে ৫৫০ জন মেধাবী পড়ুয়াকে ‘মাহীন্দ্রা অল ইন্ডিয়া ট্যালেন্ট’ স্কলারশিপ দেওয়া হবে। যোগ্যতা: ২০১৮ সালে ৬০ শতাংশের বেশি নম্বর পেয়ে মাধ্যমিক বা উচ্চমাধ্যমিক পাশ করে সরকারি বা সরকার অনুমোদিত পলিটেকনিক কলেজে ভর্তি হয়ে থাকতে হবে। ছাত্রী/ নিম্নবিত্ত/ প্রতিবন্ধীদের অগ্রাধিকার দেওয়া হবে।

আবেদন পদ্ধতি: প্রথমে যোগ্য প্রার্থীদের অনুরোধপত্র পাঠাতে হবে এই ঠিকানায়: মাহীন্দ্রা অ্যান্ড মাহীন্দ্রা লিমিটেড, ৭, ড: ইশাক রোড (পুরনো কিড স্ট্রিট), ৩য় এবং ৪র্থ তল, কলকাতা-৭০০০১৬। এই অনুরোধ পত্রের সঙ্গে নিজের নাম-ঠিকানা লেখা একটি খাম পাঠাতে হবে। অনুরোধপত্রগুলি বিবেচনার ভিত্তিতে নির্বাচিত প্রার্থীদের কাছে স্কলারশিপের নির্দিষ্ট আবেদনের বয়ান পাঠানো হবে। সেই আবেদনপত্র পূরণ করে প্রাসঙ্গিক নথিপত্র খামে ভরে ১৬ আগস্টের মধ্যে উক্ত ঠিকানায় পৌঁছোতে হবে। সাক্ষাৎকারের স্থান-কাল তার আগেই জানানো হবে। যোগ্য প্রার্থীদের আসা-যাওয়ার খরচের একটা অংশ কোম্পানি দেবে। বিশদ বিবরণ পাওয়া যাবে এই লিঙ্কে ক্লিক করে: https://www.kcmet.org/what-we-do-Scholarship-Grantsaspx.