Site icon জীবিকা দিশারী

পশ্চিম মেদিনীপুরের ১ স্কুলে ও বীরভূমের ১ কলেজে চাকরি

jelai-picture

পশ্চিম মেদিনীপুরের স্কুলে চাকরি
দুজন আংশিক সময়ের শিক্ষক নিয়োগ করা হবে ওয়াক-ইন-ইন্টারভিউয়ের মাধ্যমে। ১) কেমিস্ট্রিতে এমএসসি এবং ২) জুলজি/ বটানিতে এমএসসি। দুক্ষেত্রেই ট্রেনিং থাকলে অগ্রাধিকার। যাবতীয় প্রমাণপত্রাদির মূল ও জেরক্স সহ ১৪ জুন ২০১৯ তারিখ বেলা ১২টায় সরাসরি উপস্থিত হতে হবে। ঠিকানা: BHUTA D.A.V. High School (HS), PO- Bhuta, Paschim Medinipur.
বীরভূমে কলেজে চাকরি
কেমিস্ট্রি এবং হিন্দি বিষয়ে গেস্ট লেকচারার নিয়োগ করা হবে ওয়াক-ইন-ইন্টারভিউয়ের মাধ্যমে। যাবতীয় প্রমাণপত্রাদির মূল ও প্রত্যয়িত জেরক্স সহ ১৯ জুন ২০১৯ তারিখ বেলি।১১টায় সরাসরি উপস্থিত হতে হবে। ঠিকানা: Abhedananda Mahavidyalaya, Sainthia, Birbhum.
Exit mobile version