পশ্চিম মেদিনীপুর ও উত্তর দিনাজপুরের ২ স্কুলে চাকরি

1495
0
Teacher Recruitment

পশ্চিম মেদিনীপুরের স্কুলে চাকরি

দুজন অ্যাসিস্ট্যান্ট টিচার নিয়োগ করা হবে। ১) ফিলোজফিতে এমএ বিএড। ২) এডুকেশনে এমএ বিএড। যাবতীয় প্রমাণপত্রাদি সহ ৩০ আগস্ট ২০১৯ তারিখের মধ্যে আবেদন করতে হবে। ঠিকানা: The Administrator, Bhuta D.A.V. High School (HS), PO Bhuta, Dist Paschim Medinipur, Pin 721211.

 

উত্তর দিনাজপুরের স্কুলে চাকরি

মেটারনিটি লিভ ভ্যাকান্সিতে কম্বিনেশনে জিওগ্রাফি সহ বিএ পাস বিএড অসংরক্ষিত মহিলা অ্যাসিস্ট্যান্ট টিচার চাই। যাবতীয় প্রমাণপত্রাদির দুসেট জেরক্স সহ ২৭ আগস্ট ২০১৯ তারিখের মধ্যে আবেদন করতে হবে। ঠিকানা: The Secretary, Jateswar No 3 Girls’ Jr High School, Jateswar, Alipurduar, Pin 735216.