পশ্চিম মেদিনীপুর, দক্ষিণ ২৪ পরগনা ও দক্ষিণ দিনাজপুরের ৩ স্কুলে চাকরি

1877
0
Jela School Teacher Recruit

পশ্চিম মেদিনীপুরের স্কুলে চাকরি

আগামী ৩১ জানুয়ারি পর্যন্ত কম্বিনেশনে সংস্কৃত সহ বিএ পাস মহিলা অ্যাসিস্ট্যান্ট টিচার চাই। ট্রেনিং থাকলে অগ্রাধিকার। যাবতীয় প্রমাণপত্রাদি সহ আগামী ১ অক্টোবরের মধ্যে আবেদন করতে হবে। ঠিকানা: The President, Harinagar S.S. Sarada Vidyapith, Harinagar, Ghatal, Paschim Medinipur.

 

দক্ষিণ ২৪ পরগনার স্কুলে চাকরি

আগামী ২২ জুলাই পর্যন্ত বিএসসি পিওর সায়েন্স বিএড তপশিলি জাতি সহশিক্ষক/শিক্ষিকা চাই। বায়োডেটা সহ আগামী ১ অক্টোবরের মধ্যে আবেদন করুন। ঠিকানা: সম্পাদক, মথুরাপুর আর্য্য বিদ্যাপীঠ, পোঃ মথুরাপুর আর.এস, দক্ষিণ ২৪ পরগনা,  পিন-৭৪৩৩৫৪.

 

দক্ষিণ দিনাজপুরের স্কুলে চাকরি

আগামী ২৩ জুলাই পর্যন্ত শর্ট টার্ম লিয়েন ভ্যাকান্সিতে ইকোনমিক্সে পোস্ট গ্র্যাজুয়েট, বিএড/ বিটি/ পিজিবিটি অসংরক্ষিত অ্যাসিস্ট্যান্ট টিচার চাই। যাবতীয় প্রমাণপত্রাদি সহ আগামী ১ অক্টোবরের মধ্যে আবেদন করতে হবে। ঠিকানা: The Headmaster-cum-Secretary, Kumarganj High School, D/ Dinajpur, PIN-733141.