পিএসসির ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার নিয়োগ পরীক্ষার সিলেবাস

662
0
PSC, PSC Audit & Account Service Exam

পশ্চিমবঙ্গ সরকারের মাইক্রো, স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস ও টেক্সটাইল ডিপার্টমেন্ট-এর অধীন ডিরেক্টরেট অব মাইক্রো, স্মল অ্যান্ড মিডিয়াম এন্টারপ্রাইজেস-এ ইন্ডাস্ট্রিয়াল ডেভেলপমেন্ট অফিসার নিয়োগের জন্য পাবলিক সার্ভিস কমিশনের লিখিত পরীক্ষার সিলেবাস ঘোষিত হয়েছে।

১০০ নম্বরের দেড়ঘণ্টার অবজেক্টিভ টাইপের পরীক্ষা হবে। মোট ১০০টি প্রশ্ন, প্রতি প্রশ্নে ১ নম্বর। তারমধ্যে ৭৫টি প্রশ্ন থাকবে জেনারেল স্টাডিজ বিষয়ে (বিজ্ঞান, হিউম্যানিটিজ, রাজ্যের ও দেশের শিল্পচিত্র ও শিল্পসম্ভাবনা বিষয় সহ) এবং ২৫টি প্রশ্ন মানসিক সক্ষমতা পরীক্ষা ও পাটিগণিত (পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমিক মানের) বিষয়ে।

এই সিলেবাস দেখা যাবে পিএসসির এই লিঙ্কে: https://www.pscwbonline.gov.in/docs/2713006