পিএসসির ক্লার্কশিপ ২০১৯ পরীক্ষার সিলেবাস

1187
0

প্রথমে অবজেক্টিভ টাইপের পার্ট-ওয়ান পরীক্ষা, সফল হলে ডেস্ক্রিপটিভ টাইপের পার্ট-টু পরীক্ষা। পার্ট ওয়ানে থাকবে ইংলিশ, জেনারেল স্টাডিজ ও অ্যারিথমেটিক। ইংলিশে থাকবে ইংরেজি ভাষার বুনিয়াদি জ্ঞান— ভোকাবুলারি, গ্রামার, বাক্য গঠন, সমার্থক শব্দ, বিপরীত শব্দ এবং শব্দের শুদ্ধ ব্যবহার। জেনারেল স্টাডিজে রোজকার পর্যবেক্ষণ— দৈনন্দিন বিজ্ঞান, সাম্প্রতিক ঘটনা ও সমস্যাবলি (বিশেষত ভারতীয়), তাছাড়া ভারতীয় ইতিহাস ও ভূগোলের প্রাথমিক জ্ঞান। অ্যারিথমেটিকে থাকবে ভাজ্যতা, ভগ্নাংশ, দশমিক, পৌনঃপুনিক দশমিক, সরলীকরণ, লসাগু, গসাগু, অংশীদারি, সরল সুদ, লাভ-ক্ষতি, সময় ও দূরত্ব, গড়, অনুপাত, আয়তক্ষেত্র ও বর্গক্ষেত্রের মাপ।

পার্ট টু-তে দুটো গ্রুপ। গ্রুপ এ-তে ইংলিশ (রিপোর্ট রাইটিং, সামারি/ প্রেসি রাইটিং, বাংলা/ হিন্দি/ উর্দু/ নেপালি/ সাঁওতালি ভাষা থেকে ইংরেজিতে অনুবাদ)। গ্রুপ বি-তে বাংলা/ হিন্দি/ উর্দু/ নেপালি/ সাঁওতালি ভাষায় রিপোর্ট রাইটিং, সামারি/ প্রেসি রাইটিং এবং বাংলা/ হিন্দি/ উর্দু/ নেপালি/ সাঁওতালি ভাষায় ইংরেজি থেকে অনুবাদ করতে হবে। পরীক্ষার মান পশ্চিমবঙ্গ মধ্যশিক্ষা পর্ষদের মাধ্যমিক সিলেবাসের মতো।