পিএসসির জুডিশিয়াল (মেইন) লিখিত পরীক্ষার ফল

1136
0
wbpsc exam postponed

পশ্চিম বঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের ২০১৮ সালের জুডিশিয়াল (মেইন) এগজামিনেশন (বিজ্ঞপ্তি নং ১০/২০১৮)-এর লিখিত পরীক্ষার ফল বেরিয়েছে।

বিজ্ঞপ্তি নং 781 P.S.C./Con, IIA, Dated The 12th September, 2018. সেই ফলের ভিত্তিতে মোট ৭৯ জনকে পার্সোন্যালিটি টেস্টের জন্য ডাকা হবে।

তাঁদের তালিকা দেখা যাবে পিএসসির এই লিঙ্কে: http://pscwbapplication.in/pdf18/RESULT-WRITTEN-EXAM-WB-JUDICIAL-SERVICE-MAIN-EXAM18.pdf

প্রার্থীদের নাম-রোল নম্বর সহ পার্সোন্যালিটি টেস্টের তারিখ ও সময় ওয়েবসাইটে শীঘ্রই আপলোড করা হবে। কললেটার ডাউনলোড কবে থেকে করা যাবে তাও ওয়েবসাইটে যথাসময়ে জানানো হবে।