পিএসসির জেলা বিদ্যালয় পরিদর্শক পদের পরীক্ষার দিন ঘোষণা

590
0
SSC CHSL, SSC CHSL 2017, SSC CHSL Result

ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের ডিস্ট্রিক্ট ইনস্পেক্টর/ অ্যাডিশনাল ডিস্ট্রিক্ট ইনস্পেক্টর অব স্কুলস-এর (বিজ্ঞপ্তি নম্বর ৯(১)২০১৮) প্রিলিমিনারি স্ক্রিনিং টেস্টের দিন ঘোষণা করা হয়েছে। পরীক্ষা হবে ২৮ জুলাই ২০১৮ তারিখ দুপুর ৩টে থেকে ৪.৩০ পর্যন্ত। www.pscwbappliaction.in ওয়েবসাইট থেকে অ্যাডমিট কার্ড ডাউনলোড করা যাবে। পরীক্ষার সিলেবাস ও পরীক্ষা পদ্ধতি সম্পর্কেও ওয়েবাসাইট থেকে জানা যাবে। অ্যাডমিট কার্ড ডাউনলোড সংক্রান্ত কোনো সমস্যা থাকলে কমিশনের অফিসে ২৬ এবং ২৭ জুলাই ২০১৮ তারিখ সকাল ১১টা থেকে দুপুর ৩.৩০-এর মধ্যে পিএসসির অফিসে গিয়ে যোগাযোগ করতে পারেন। ঠিকানা: Public Service Commission, West Bengal, 161A, S.P.Mukherjee, Kolkata-700026.