পিএসসির তিন চাকরির আবেদনের তারিখ বাড়ানো হল

906
0
Primary TET Practice Set

রাজ্য পাবলিক সার্ভিস কমিশনের কিছু পরীক্ষার আবেদন গ্রহণের তারিখ বর্ধিত করা হয়েছে।

পিএসসি বিজ্ঞপ্তি ০১/২০২০ অনুযায়ী রাজ্যের পলিটেকনিকগুলিতে ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট নিয়োগ, বিজ্ঞপ্তি ০২/২০২০ অনুযায়ী ওয়ার্কশপ ইন্সট্রাক্টর পদে নিয়োগ এবং বিজ্ঞপ্তি ০৩/২০২০ অনুযায়ী অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (মেকানিক্যাল / ইলেক্ট্রিকাল ) পদের জন্য অনলাইন আবেদন  তারিখ বাড়িয়ে করা হয়েছে আগামী ৭ ফেব্রুয়ারি, ২০২০ পর্যন্ত। আবেদনের জন্য বিস্তারিত জানতে পারবেন নিচের লিঙ্কগুলিতে।

রাজ্যের পলিটেকনিকগুলিতে ল্যাবরেটরি অ্যাসিস্ট্যান্ট নিয়োগ খবর- https://jibikadishari.co.in/?p=14192

পলিটেকনিকগুলিতেওয়ার্কশপ ইন্সট্রাক্টর পদে নিয়োগ খবর- https://jibikadishari.co.in/?p=14320

রাজ্যে অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ( মেকানিক্যাল / ইলেক্ট্রিকাল ) নিয়োগ খবর- https://jibikadishari.co.in/?p=14313

 

 

PSC, PSC Exam date, West Bengal PSC Jobs,