পিএসসির ফরেস্ট সার্ভিস পরীক্ষার কাট-অফ মার্ক্স

754
0
SSC CHSL, SSC CHSL 2017, SSC CHSL Result

পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশন আয়োজিত ২০১৮ সালের ওয়েস্ট বেঙ্গল ফরেস্ট সার্ভিস অ্যান্ড ওয়েস্ট বেঙ্গল সাবর্ডিনেট ফরেস্ট সার্ভিস (প্রিলিমিনারি) পরীক্ষার বিভিন্ন ক্যাটেগরির কাট-অফ মার্কস প্রকাশিত হয়েছে।

কাট-অফ মার্কস সাধারণ ৯১.৩৩, ওবিসি এ ৮৩.০০, ওবিসি বি ৯১.৩৩, তপশিলি জাতি ৭৫.৩৩, তপশিলি উপজাতি ৫৬.৬৭।

বিজ্ঞপ্তিটি দেখা যাবে এই লিঙ্কে: http://pscwbapplication.in/pdf18/CUT-OFF-MARKS-WB-FOREST-SERVICE&WB-SFS-EXAM-PRELI18.pdf

প্রসঙ্গত, পিএসসির ওই পরীক্ষার ফল বেরোনোর খবর আমরা ইতিমধ্যে জানিয়েছি (https://jibikadishari.co.in/?p=8422)