পিএসসির ফায়ার অপারেটর ফিজিক্যাল টেস্ট ৫ ডিসেম্বর থেকে

811
0
WBPSC, Fire Operator Recruitment

ওয়েস্ট বেঙ্গল পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে বিজ্ঞপ্তি নম্বর 15/2018 অনুযায়ী ফায়ার অপারেটর নিয়োগের জন্য ফিজিক্যাল মেজারমেন্ট ও ফিজিক্যাল এনডিওরেন্স টেস্টের তারিখ ঘোষণা করা হল। আগামী ৫ ডিসেম্বর থেকে শুরু হবে পরীক্ষা, চলবে ২৩ ডিসেম্বর পর্যন্ত। সকাল ১০ টা থেকে পরীক্ষা শুরু হওয়ার কথা এবং প্রার্থীদের হাজির হতে বলা হয়েছে সকাল ৯ টার মধ্যে।

২৯ নভেম্বর থেকে ওয়েবসাইট মারফত কল লেটার ডাউনলোড করে নিতে পারবেন প্রার্থীরা। কাউকে এছাড়া কোনো হার্ডকপি দেওয়া হবে না।

এই বিজ্ঞপ্তি সহ ফিজিক্যাল মেজারমেন্ট টেস্ট-এর জন্য প্রার্থীদের তালিকা কার কবে পরীক্ষা সেই তারিখ দেখে নেওয়ার লিঙ্ক: https://www.pscwbonline.gov.in/docs/2725672