পিএসসির মিসলেনিয়াস সার্ভিসেস (ফাইনাল) পরীক্ষার অ্যাডমিট কার্ড

1057
0
wbpsc exam postponed

পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের ২০১৮-র মিসলেনিয়াস সার্ভিসেস রিক্রুটমেন্ট (ফাইনাল) এগজামিনেশন হবে আগামী ১৩ জানুয়ারি। কলকাতার বিভিন্ন কেন্দ্রে এই পরীক্ষা নেওয়া হবে। পরীক্ষার বিস্তারিত সূচি জানা যাবে কমিশনের ওয়েবসাইটে (http://www.pscwbonline.gov.in বা www.pscwbapplication.in)।

ওই পরীক্ষার জন্য সফল হওয়া প্রার্থীরা ই-অ্যাডমিট কার্ড ডাউনলোড করতে পারবেন আগামী ৭ জানুয়ারি বেলা ১১-৩০ মিনিট থেকে, এই ওয়েবসাইটে: www.pscwbapplication.in

ওই অ্যাডমিট কার্ডের প্রিন্ট-আউটই ব্যবহার করতে হবে, কমিশনের অফিস থেকে কাউকে কোনো ডুপ্লিকেট অ্যাডমিট কার্ড দেওয়া হবে না।