পিএসসির মেডিকেল টেকনোলজিস্ট, ফায়ার অপারেটর ও স্কুল সাব-ইনস্পেক্টর পদের ইন্টারভিউ/এন্ডিওরেন্স টেস্টের তারিখ বদল

572
0
SSC CHSL Exam Date

পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের ৩টি পরীক্ষার ইন্টারভিউ/এন্ডিওরেন্স টেস্টের তারিখ বদল করা হল। বিজ্ঞপ্তি নং ৮(৩)/২০১৮ (Medical Technologist (Lab) Grade-III in the Dte. of ESI (MB) Scheme under the Labour Department হবে আগামী ৪ নভেম্বরের বদলে ২৫ নভেম্বর এবং ২২ নভেম্বরের বদলে ২৬ নভেম্বর), বিজ্ঞপ্তি নং ১৫/২০১৮ (Fire Operator under the Fire & Emergency Service— শারীরিক মাপজোকের পরীক্ষা, তাতে সফল হলে শারীরিক সহনশীলতার পরীক্ষা হবে আগামী ৪ নভেম্বরের বদলে ১৮ নভেম্বর) ও বিজ্ঞপ্তি নং ২২/২০১৮ (S.I. of Schools under the School Education Department— হবে আগামী ৪ নভেম্বরের বদলে ২ জানুয়ারি)।

পরিবর্তিত তারিখে উপস্থিত হতে হবে আগে ডাউনলোড করা কললেটার নিয়েই। ইন্টারভিউ/এন্ডিওরেন্স টেস্টের তারিখ বদলের এই বিজ্ঞপ্তি দেখা যাবে কমিশনের এই লিঙ্কে:

https://www.pscwbonline.gov.in/docs/2713001