পিএসসি জুনিয়র ইঞ্জিনিয়ার, ২০১৭ কাট অফ মার্কস

653
0
https://jibikadishari.co.in/municipal-service-commission/

পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের জুনিয়র ইঞ্জিনিয়ার (সিভিল/মেকানিক্যাল/ইলেক্ট্রিক্যাল) পরীক্ষা, ২০১৭-র কাট-অফ মার্কস প্রকাশ করল। বিজ্ঞপি নম্বর ২৫/২০১৭ অনুযায়ী তিনধরনের পদের লিখিত পরীক্ষার ক্যাটেগরি অনুযায়ী কাট অফ মার্কস-এর তালিকা ওয়েবসাইটে আপলোড করে দেওয়া হয়েছে। বিজ্ঞপ্তিতে  পাবলিক সার্ভিস কমিশন জানিয়েছে, আগামী ২১ অক্টোবর, ২০১৯ তারিখ পরীক্ষার্থীদের নিজস্ব নম্বরের তালিকা দিয়ে দেওয়া হবে।

কাট-অফ মার্ক্স দেখে নেওয়ার লিঙ্ক: http://pscwbapplication.in/pdf19/2712889_16oct19.pdf