পিএসসি মিসলেনিয়াস সার্ভিসেস রিক্রুটমেন্ট ২০১৯ পরীক্ষার পদ্ধতি ও সিলেবাস

2266
0
SSC, SSC Upper Priamary, Upper Primary

পরীক্ষা পদ্ধতি: মূলত তিনটি ভাগে পরীক্ষা নেওয়া হবে।  ১) প্রিলিমিনারি পরীক্ষা, ২) লিখিত পরীক্ষা, ৩) পার্সোন্যালিটি টেস্ট

প্রিলিমিনারি পরীক্ষা: এটি মোট ২০০ নম্বরের। ১০০টি মাল্টিপল চয়েস টাইপের প্রশ্ন থাকবে, অর্থাৎ প্রতি প্রশ্নে ২ নম্বর। সময় দেড় ঘন্টা।

প্রিলিমিনারি পরীক্ষার সিলেবাস: জেনারেল স্টাডিজ (১৫০ নম্বর, বিভিন্ন ক্ষেত্রে সাধারণ জ্ঞান বিষয়ক প্রশ্ন), অ্যারিথম্যাটিক  (মাধ্যমিক মানের, ৫০ নম্বর, মাধ্যমিক স্তরের প্রশ্ন )।

প্রিলিমিনারি তে সফল হলে মেইন পরীক্ষায় বসতে পারবেন কিন্তু এই পরীক্ষার কোনো নম্বর চূড়ান্ত মেধাতালিকার জন্য যগ হবে না।

মেইন (লিখিত) পরীক্ষা: এই স্তরের পরীক্ষায় তিনটি পেপার রয়েছে, হবে একই দিনে।

ফার্স্ট পেপার ইংলিশ (রিপোর্ট রাইটিং, বাংলা/হিন্দি/নেপালি/সাঁওতালি/উর্দু থেকে ইংরেজিতে ট্র্যানস্লেশন, সামারি/প্রেসি রাইটিং, কারেক্ট ইউজ অব ওয়ার্ডস, কারেকশন অব সেনটেন্সেস, ইউজ অব কারেক্ট ফ্রে্জ, সিনোনিমস, অ্যান্টোনিমস )। উচ্চমাধ্যমিক মানের প্রশ্ন, ১৫০ নম্বর,  সময় দেড় ঘন্টা।

সেকেন্ড পেপার বাংলা (রিপোর্ট লেখা, ইংরেজি থেকে বাংলা/হিন্দি/নেপালি/সাঁওতালি/উর্দুতে অনুবাদ, সার-সংক্ষেপ, ব্যাকরণ ) । উচ্চমাধ্যমিক মানের প্রশ্ন, ১৫০ নম্বর,  সময় দেড় ঘন্টা।

থার্ড পেপার জেনারেল স্টাডিজ ও অ্যারিথম্যাটিক (১০০ + (মাধ্যমিক মানের অঙ্ক ৫০), সময় আড়াই ঘন্টা।

পার্সোন্যালিটি টেস্ট ১০০ নম্বরের।

 

 

PSC, PSC Miscellaneous, PSC Miscellaneous Exam,