পিএসসি মিসলেনিয়াস সার্ভিসেস প্রিলিমিনারি পরীক্ষার আন্সার-কী

1089
0
wbpsc exam postponed

পশ্চিমবঙ্গ পাবলিক সার্ভিস কমিশনের ২০১৯-এর মিসলেনিয়াস সার্ভিসেস রিক্রুটমেন্ট (প্রিলিমিনারি) এগজামিনেশনের (Advertisement No. 13/2019) (এমসিকিউ পেপার) আন্সার-কী আপলোড করা হল (https://wbpsc.gov.in)। পরীক্ষা হয়েছিল গত ৮ মার্চ। আন্সার-কীতে কোনো অসঙ্গতি ধরা পড়লে তা কমিশনকে জানাতে হবে ১৬ মার্চ থেক ৭ দিনের মধ্যে। আন্সার-কী সরাসরি দেখা যাবে এই লিঙ্কে:

https://wbpsc.gov.in/Download?param1=202003111642_MSRE.pdf&param2=advertisement