পিএসসি ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট ও ফিটার হেল্পার পরীক্ষার ধরন ও সিলেবাস

1323
0
ssc mts 2022

পাবলিক সার্ভিস কমিশনের মাধ্যমে ল্যাবরেটরি অ্যাটেন্ডেন্ট ও ফিটার হেলপার পদে নিয়োগ পরীক্ষার ধর্ন ও সিলেবাস সম্পর্কিত বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।  মোট ১০০ নম্বরের পরীক্ষার, সময় দেড় ঘন্টা।

১০০টি প্রশ্ন থাকবে, প্রতিটিতে ১ নম্বর। নিয়ম অনুযায়ী  নেগেটিভ মার্কস থাকবে।

সিলেবাস: জেনারেল নলেজ (মাধ্যমিক স্তরের), ইংলিশ (মাধ্যমিক স্তরের) ও অ্যারিথম্যাটিক (মাধ্যমিক স্তরের)।

পিএসসির এই বিজ্ঞপ্তির লিঙ্ক: https://wbpsc.gov.in/Download?param1=20200311160733_SyllabusforFITTERHELPERANDLABORATORYATTENDANT.pdf&param2=advertisement

 

PSC, PSC Exam, PSC Lab Assistant Exam