পিজিটি, টিজিটি, পিআরটি নিয়োগ রিজিওনাল ইনস্টিটিউট অব এডুকেশন ভুবনেশ্বরে

2220
0
WBPSC Headmaster Recruitment 2024

দ্য রিজিওনাল ইনস্টিটিউট অব এডুকেশন ভুবনেশ্বরে কিছু পিজিটি, টিজিটি, পিআরটি, প্রি-প্রাইমারি টিচার, লেডি হেল্পার, ডব্লুইটি (কম্পিউটার সায়েন্স, আর্টস অ্যান্ড ক্র্যাফটস, অডিও ইঞ্জিনিয়ারিং, সিস্টেম অ্যান্ড নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারিং) এবং প্রফেশনাল অ্যাসিস্ট্যান্ট নিয়োগ করা হবে। ওয়াক-ইন-ইন্টারভিউয়ের মাধ্যমে। ৩০ এপ্রিল ২০২০ পর্যন্ত চুক্তির ভিত্তিতে এই নিয়োগ। বিজ্ঞপ্তি নম্বর: ৩৫৮।

যোগ্যতা, বয়স (১-১-২০১৯ তারিখের হিসাবে) ও ইন্টারভিউয়ের তারিখ: পিজিটি (ইংলিশ, ম্যাথমেটিক্স, বায়োলজি, জিওগ্রাফি, ওড়িয়া, সংস্কৃত): ১) সংশ্লিষ্ট বিষয়ে রিজিওনাল ইনস্টিটিউট অব এডুকেশন অব এনসিইআরটি থেকে দু বছরের ইন্টিগ্রেটেড পোস্ট গ্র্যাজুয়েট এমএসসি কোর্স অথবা যে-কোনো বিশ্ববিদ্যালয় থেকে ন্যূনতম ৫০ শতাংশ নম্বর নিয়ে সংশ্লিষ্ট বিষয়ে মাস্টার ডিগ্রি। ২) বিএড বা সমতুল ডিগ্রি। ৩) ইংরেজি ও হিন্দি মাধ্যমে পড়ানোর দক্ষতা থাকতে হবে। বাঞ্ছনীয়: কম্পিউটার অ্যাপ্লিকেশনের জ্ঞান। বয়সের ঊধ্বর্সীমা ৪০ বছর। পিজিটি ইংলিশের ইন্টারভিউ হবে ৩১ মে ২০১৯ সকাল ১০টায়, পিজিটি ম্যাথমেটিক্সের ৩১ মে ২০১৯ দুপুর ৩টে, পিজিটি বায়োলজির ৩০ মে সকাল ১০টায়, পিজিটি জিওগ্রাফির ৩ জুন সকাল ১০টায়, পিজিটি ওড়িয়ার ২৯ মে সকাল ১০টায়, পিজিটি সংস্কৃতের ২৮ মে সকাল ১১.৩০ মিনিটে।

পিজিটি (গাইডেন্স অ্যান্ড কাউন্সেলিং): ন্যূনতম ৫০ শতাংশ নম্বর নিয়ে সাইকোলজিতে মাস্টার ডিগ্রি সঙ্গে কাউন্সেলিংয়ে ডিপ্লোমা সার্টিফিকেট। কোনো স্কুলে এডুকেশনাল কাউন্সেলিংয়ে অন্তত এক বছরের অভিজ্ঞতা বা প্লেসমেন্ট ব্যুরোতে কাজের অভিজ্ঞতা বা রিহ্যাবিলিটেশন কাউন্সিল অব ইন্ডিয়ায় ভোকেশনাল কাউন্সেলর হিসেবে রেজিস্ট্রেশন। বাঞ্ছনীয়: কম্পিউটার অ্যাপ্লিকেশনের জ্ঞান। বয়সের ঊর্ধ্বসীমা ৪০ বছর। ইন্টারভিউ হবে ২৯ মে দুপুর ৩টেয়।

পিজিটি (কম্পিউটার সায়েন্স): ১) বিই বা বিটেক (কম্পিউটার সায়েন্স/ আইটি) বা সমতুল ডিগ্রি/ ডিপ্লোমা অথবা বিই/ বিটেক (যে-কোনো শাখায়) সঙ্গে কম্পিউটারে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা অথবা এমএসসি (কম্পিউটার সায়েন্স)/ এমসিএ বা সমতুল অথবা বিএসসি (কম্পিউটার সায়েন্স)/ বিসিএ বা সমতুল সহ যে-কোনো বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি অথবা কম্পিউটারে পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা সহ যে-কোনো বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি অথবা ডোয়েকের বি লেভেল সহ যে-কোনো বিষয়ে পোস্ট গ্র্যাজুয়েট ডিগ্রি অথবা মিনিস্ট্রি অব ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন টেকনোলজি ডোয়েক সি লেভেল এবং স্নাতক। ন্যূনতম ৫০ শতাংশ নম্বর নিয়ে পাশ করে থাকতে হবে। ২) হিন্দি ও ইংরেজি মাধ্যমে পড়ানোর দক্ষতা থাকতে হবে। বয়সের ঊর্ধ্বসীমা ৪০ বছর। ইন্টারভিউ হবে ৪ জুন সকাল ১০টায়।

টিজিটি (ইংলিশ, ফিজিক্স, কেমিস্ট্রি, জিওগ্রাফি, হিস্ট্রি, ওড়িয়া): ১) রিজিওনাল ইনস্টিটিউট অব এডুকেশন অব এনসিইআরটি থেকে ন্যূনতম ৫০ শতাংশ নম্বর নিয়ে সংশ্লিষ্ট বিষয়ে চার বছরের ইন্টেগ্রেটেড ডিগ্রি কোর্স  অথবা যে-কোনো বিশ্ববিদ্যালয় থেকে সংশ্লিষ্ট বিষয়ে ন্যূনতম ৫০ শতাংশ নম্বর নিয়ে ব্যাচেলর ডিগ্রি। ২) সিবিএসই পরিচালিত সেন্ট্রাল টিচার এলিজিবিলিটি টেস্ট পাশ। ৩) হিন্দি এবং ইংরেজি মাধ্যমে পড়ানোর দক্ষতা। বয়সের ঊর্ধ্বসীমা ৩৫ বছর। ইংলিশের ইন্টারভিউ হবে ৩১ মে সকাল ১১.৩০ মিনিটে, ফিজিক্সের ২৮ মে সকাল ১০টায়, কেমিস্ট্রির ২৮ মে দুপুর ৩টেয়, জিওগ্রাফির ৩ জুন সকাল ১১.৩০মিনিটে, হিস্ট্রির ১৪ জুন দুপুর ৩টেয়, ওড়িয়ার ২৯ মে বেলা ১১.৩০ মিনিটে।

টিজিটি (হেলথ অ্যান্ড ফিজিক্যাল এডুকেশন): ১) ফিজিক্যাল এডুকেশনে ব্যাচেলর ডিগ্রি বা সমতুল ২) হিন্দি ও ইংরেজি মাধ্যমে পড়ানোর দক্ষতা থাকতে হবে। বয়সের ঊর্ধ্বসীমা ৩৫ বছর। ইন্টারভিউ হবে ৩০ মে দুপুর ৩টেয়।

পিআরটি: ১) ন্যূনতম ৫০ শতাংশ নম্বর নিয়ে সিনিয়র সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট বা ইন্টারমিডিয়েট বা সমতুল। ২) সিবিএসই পরিচালিত সেন্ট্রাল টিচার এলিজিবিলিটি টেস্ট পাশ। ৩) ইংরেজি ও হিন্দি মাধ্যমে পড়ানোর দক্ষতা থাকতে হবে। বাঞ্ছনীয়: কম্পিউটার অ্যাপ্লিকেশনের জ্ঞান। বয়সের ঊর্ধ্বসীমা ৩০ বছর। ইন্টারভিউ হবে ১২ জুন সকাল ১০টায়।

পিআরটি (মিউজিক): ১) ন্যূনতম ৫০ শতাংশ নম্বর নিয়ে সিনিয়র সেকেন্ডারি স্কুল সার্টিফিকেট বা ইন্টারমিডিয়েট বা সমতুল। ২) মিউজিকে ব্যাচেলর ডিগ্রি বা সমতুল। ৩) হিন্দি ও ইংরেজি মাধ্যমে পড়ানোর দক্ষতা থাকতে হবে। বাঞ্ছনীয়: কম্পিউটার অ্যাপ্লিকেশনের জ্ঞান। বয়সের ঊর্ধ্বসীমা ৩০ বছর। ইন্টারভিউ হবে ১২ জুন দুপুর ৩টেয়।

প্রি-প্রাইমারি টিচার: ন্যূনতম ৫০ শতাংশ নম্বর নিয়ে সিনিয়র সেকেন্ডারি (দ্বাদশ শ্রেণি) পাশ এবং আর্লি চাইল্ডহুড কেয়ার অ্যান্ড এডুকেশনে (ইসিসিই) ছয় মাসের ডিপ্লোমা বা ইসিই-তে এক বছরের ডিপ্লোমা। বাঞ্ছনীয়: কম্পিউটার অ্যাপ্লিকেশনের জ্ঞান। বয়সের ঊর্ধ্বসীমা ৩০ বছর। ইন্টারভিউ হবে ১১ জুন সকাল ১০টায়।

লেডি হেল্পার: ১) অষ্টম শ্রেণি পাশ এবং ২) ওড়িয়া ভাষা লিখতে, পড়তে ও কথা বলতে জানতে হবে। ইসিসিই সেন্টারে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার। বয়স হতে হবে ১৮-৪০ বছরের মধ্যে। ইন্টারভিউ হবে ১১ জুন দুপুর ৩টেয়।

ডব্লুইটি (কম্পিউটার সায়েন্স): উচ্চমাধ্যমিক পাশ করার পর কম্পিউটারে তিন বছরের ডিপ্লোমা বা কম্পিউটার সায়েন্সে ডিগ্রি অথবা বিএসসি (টেক) বিএড (রিজিওনাল ইনস্টিটিউট অব এডুকেশন ভুবনেশ্বর/ মাউসোর/ ভোপাল/ আজমির)। বাঞ্ছনীয়: এক বছরের প্র্যাক্টিক্যাল অভিজ্ঞতা, হিন্দি ও ইংরেজি মাধ্যমে পড়ানোর দক্ষতা, কম্পিউটার হার্ডওয়্যার মেন্টেন্যান্সের ন্যূনতম জ্ঞান। বয়সের ঊর্ধ্বসীমা ৩৫ বছর। ইন্টারভিউ হবে ৪ জুন সকাল ১০টায়।

ডব্লুইটি (আর্ট অ্যান্ড ক্র্যাফট): ড্রয়িং অ্যান্ড পেইন্টিং/ স্কাল্পচার/ গ্র্যাফিক আর্টে পাঁচ বছরের ডিপ্লোমা বা সমতুল ডিগ্রি। বাঞ্ছনীয়: ইংরেজি ও হিন্দি মাধ্যমে পড়ানোর দক্ষতা। কম্পিউটার অ্যাপ্লিকেশনে কাজ চালানোর মতো জ্ঞান। বয়সের ঊর্ধ্বসীমা ৩৫ বছর। ইন্টারভিউ হবে ১৩ জুন সকাল ১০টায়।

ডব্লুইটি (অডিও ইঞ্জিনিয়ারিং): সাউন্ড ইঞ্জিনিয়ারিংয়ে ডিপ্লোমা অথবা সাউন্ড ইঞ্জিনিয়ারিংয়ে বিই/ বিটেক। বাঞ্ছনীয়: সংশ্লিষ্ট ফিল্ডে এক বছরের অভিজ্ঞতা (বাঞ্ছনীয় অন্যান্য বিশদ শর্ত ওয়েবসাইটে)। ২) ডিজিট্যাল অডিও ওয়ার্কস্টেশনের জ্ঞান। বয়সের ঊর্ধ্বসীমা ৩৫ বছর। ইন্টারভিউ হবে ১৩ জুন বেলা ১১.৩০ মিনিটে।

ডব্লুইটি (সিস্টেম অ্যান্ড নেটওয়ার্ক ইঞ্জিনিয়ারিং): ইলেক্ট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং/ ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিং/ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং/ ইনফরমেশন টেকনোলজিতে ডিপ্লোমা অথবা ইলেক্ট্রনিক্স অ্যান্ড টেলিকমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং/ ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক্স ইঞ্জিনিয়ারিং/ কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং/ ইনফরমেশন টেকনোলজিতে বিই/ বিটেক বা এমসিএ (বাঞ্ছনীয় যোগ্যতাবলির বিশদ শর্ত ওয়েবসাইটে)। বয়সের ঊর্ধ্বসীমা ৩৫ বছর। ইন্টারভিউ হবে ১৩ জুন দুপুর ৩টেয়।

প্রফেশনাল অ্যাসিস্ট্যান্ট: ন্যূনতম ৫০ শতাংশ নম্বর নিয়ে এমলিব সায়েন্স/ এমএলআই সায়েন্স বা সমতুল। বাঞ্ছনীয়: ১) কোনো নামী লাইব্রেরিতে দু বছরের কাজের অভিজ্ঞতা। ২) লাইব্রেরি সফটওয়্যার-কোহা, ডিএসপিএসিই এবং এলআইবিএসওয়াইএস-র জ্ঞান। ৩) ডিসিএ। বয়সের ঊর্ধ্বসীমা ৩০ বছর। ইন্টারভিউ হবে ৩০ জুন ২০১৯ দুপুর ৩টে থেকে।

সবক্ষেত্রেই সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

পারিশ্রমিক: পোস্ট গ্র্যাজুয়েট টিচারদের ক্ষেত্রে প্রতি মাসে ২৭৫০০ টাকা, ট্রেন্ড গ্র্যাজুয়েট টিচার ও ডব্লুইটিদের ক্ষেত্রে ২৬২৫০ টাকা, পিআরটির ২১২৫০ টাকা, প্রফেশনাল অ্যাসিস্ট্যান্ট ৩৩০০০ টাকা, পিপিটি ২৫০০০ টাকা ও লেডি হেল্পার ১৫০০০ টাকা।

ইন্টারভিউয়ের দিন নির্দিষ্ট বয়ানে পূরণ করা আবেদনপত্র, যাবতীয় প্রমাণপত্রাদির মূল ও জেরক্স সঙ্গে নিয়ে যেতে হবে। ইন্টারভিউ শুরু হওয়ার এক ঘণ্টা আগে ইন্টারভিউ কেন্দ্রে হাজির হতে হবে। আবেদনপত্রের নির্দিষ্ট বয়ান (বায়োডেটা) ডাউনলোড করা যাবে www.riebbs.ac.in এবং www.riebbs.ori.nic.in ওয়েবাসইট থেকে। অন্যান্য প্রাসঙ্গিক তথ্য জানা যাবে উপরোক্ত ওয়েবসাইটে।