পুরসভায় ফুড সেফটি অফিসার, ক্লার্ক-টাইপিসিস্ট-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ও সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদের আবেদনের তারিখ বাড়ল

1079
0

রাজ্য মিউনিসিপ্যাল সার্ভিস কর্পোরেশনের মাধ্যমে কলকাতা পুরসভায় ১৫ জন ফুড সেফটি অফিসার (বিজ্ঞপ্তি নং ২১ অব ২০১৮, আমাদের পোর্টালে বেরিয়েছিল গত ১৯ সেপ্টেম্বর, এই লিঙ্কে: https://jibikadishari.co.in/?p=7845), তাছাড়াও ১০ জন ক্লার্ক-টাইপিসিস্ট-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার ইত্যদি (বিজ্ঞপ্তি নং ১৯ অব ২০১৮) ও ৭ জন সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার (বিজ্ঞপ্তি নং ২০ অব ২০১৮) নিয়োগের জন্য অনলাইনে আবেদনের শেষ তারিখ বারানো হল। আবেদন করা যাবে আগামী ১৬ নভেম্বর পর্যন্ত।

সাব-অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার পদের (বিজ্ঞপ্তি নং ২০ অব ২০১৮) মূল বিজ্ঞপ্তি পাবেন পুরসভার এই লিঙ্কে: https://www.mscwb.org/emp_notice/emp_notice_advertisement_no_20_of_2018_17092018.pdf

ক্লার্ক ইত্যাদি পদের (বিজ্ঞপ্তি নং ১৯ অব ২০১৮) মূল বিজ্ঞপ্তি পাবেন পুরসভার এই লিঙ্কে: https://www.mscwb.org/emp_notice/msc_web_112_direct-iii_10092018.pdf

ফুড সেফটি অফিসার (ফুড ইনস্পেক্টর) পদের (বিজ্ঞপ্তি নং ২০ অব ২০১৮) মূল বিজ্ঞপ্তি পাবেন এই লিঙ্কে: https://www.mscwb.org/emp_notice/msc_web_106_direct-i_dated_15092018.pdf

ওপরের সব পদের আবেদনের শেষ তারিখ বাড়ানোর বিজ্ঞপ্তি পাবেন এই লিঙ্কে: https://www.mscwb.org/emp_notice/msc_web_127_direct-i_dated_01112018.pdf