পুরুলিয়ায় অবসরপ্রাপ্তদের জন্য ২৩ গ্রুপ সি পদ

611
0
Purulia Recruitment, Recruitment in WB

পুরুলিয়া জেলায়  সরকারি অবসরপ্রাপ্তদের জন্যে গ্রুপ সি পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। অবসরপ্রাপ্ত কর্মীরা এই পদের জন্য আবেদন করতে পারবেন। মোট ২৩টি শূন্যপদ রয়েছে। ৩১ ডিসেম্বর, ২০১৮ অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমা ৬৫ বছর। পারিশ্রমিক মাসে ১০,০০০ টাকা। আগামী ১৮ জানুয়ারি, ২০১৯ তারিখে ওয়াক-ইন-ইন্টারভিউ হবে আবেদন, সমস্ত প্রাসঙ্গিক প্রমাণপত্র ও সেসবের জেরক্স সঙ্গে নিয়ে। সকাল ১১টা থেকে ইন্টারভিউ। এই ঠিকানায়: “Chamber of Additional District Magistrate, Purulia”

আবেদন পত্রের বয়ান পাওয়ার লিঙ্ক: http://www.purulia.gov.in/services/notice/employment/employment_GrC_13.pdf

 

 

 

Purulia Recruitment, Recruitment in WB