পুরুলিয়া সরকারি হাসপাতালে ৮ ডোম

2287
0

পুরুলিয়া জেলায় পুরুলিয়া সরকারি মেডিকেল কলেজ ও হাসপাতালের জন্য ৮ টি ডোম পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি নম্বর 290/PRL/PGMCH/Estb/2019.

যোগ্যতা: অক্ষরজ্ঞান থাকা দরকার। এই রাজ্যের স্থায়ী বাসিন্দা হতে হবে।

বয়স: ১ জানুয়ারি, ২০১৯ অনুযায়ী বয়সসীমা ১৮ থেকে ৪৫ বছর।

আবেদন: এই পদের জন্য আগামী ১২ মার্চ তারিখে সরাসরি ওয়াক-ইন-ইন্টারভিউ নেওয়া হবে। আগ্রহী হলে সকাল ১১টার মধ্যে হাজির হতে বলা হয়েছে। জন্ম-তারিখ, বয়স, জাতিগত শংসাপত্র সহ যাবতীয় সরকারি নথি ও ২ কপি পাসপোর্ট সাইজ রঙিন সাম্প্রতিক ছবি নিয়ে যেতে হবে। একটি সাধারণ কাগজে পর-পর সাজিয়ে লিখতে হবে I. Name of candidate, II. Date of birth, III. Father’s name, IV. Gender, V. Caste, VI. Nationality, VII. Residential address, VIII. Contact number, IX. Educational qualification, X. Work experience, if any. সব শেষে তারিখ দিয়ে সই করতে হবে।

ইন্টারভিউ স্থল: Office of the Principal, Purulia Government Medical College & Hospital, Vill- Hatuara, PO- Vivekananda Nagar, PS- Purulia Muffasil, PIN-723147

এই বিজ্ঞপ্তি দাখা যাবে এই লিঙ্কে:

http://www.purulia.gov.in/services/notice/employment/employment_GMCH_1.pdf

 

Purulia, West Bengal Recruitment