পূর্বরেলে ২৭৯২ অ্যাপ্রেন্টিস নিয়োগের জন্য পরে আবার সুযোগ

782
0
Railway Apprentice 2024

পূর্ব রেলে অ্যাপ্রেন্টিস নিয়োগের অনলাইন আবেদনের শেষ তারিখ আগামী ৫ এপ্রিল ২০২০, পূর্ব নির্ধারণ অনুযায়ী ওই দিন পর্যন্তই আবেদন করা যাবে তবে করোনা ভাইরাসের কারণে দেশ জুড়ে লকডাউন চলাকালীন অনেক প্রার্থীকেই অনলাইন আবেদনের ক্ষেত্রে কিছু অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে সেই কারণে রেলওয়ে রিক্রুটমেন্ট সেলের তরফে একটি বিজ্ঞপ্তি জারি করে জানানো হয়েছে আবেদনের শেষ তারিখ ৫ এপ্রিল পর্যন্ত থাকলেও দেশে লকডাউন পরিস্থিতি কেটে যাওয়ার পর পুনরায় ১৫ দিনের জন্য অনলাইন আবেদনপত্র পূরণ করা যাবে৷ বিস্তারিত সময়মতো www.rrcer.com ওয়েবসাইটে জানিয়ে দেওয়া হবে৷

http://139.99.53.236:8080/rrcer/15%20day%20window%20act%20apprentice%202019-20-1.pdf লিঙ্কে গিয়ে নোটিসটি দেখতে পারবেন৷