পূর্ব বর্ধমানের কাটোয়ার ডিস্ট্রিক্ট হেলথ অ্যান্ড ফ্যামিলি ওয়েলফেয়ার সমিতিতে ৫ জন আইসিটিসি কাউন্সেলর নিয়োগ করা হবে চুক্তির ভিত্তিতে। মেমো নম্বর: Dy.CMOH-II/ 420/ 1 (2). চুক্তির মেয়াদ ২০১৯-এর মার্চ অবধি তবে মেয়াদ বাড়তে পারে।
যোগ্যতা: সাইকোলজি/সোশ্যাল ওয়ার্ক/ অ্যানথ্রোপলজি/ হিউম্যান ডেভেলপমেন্ট/ নার্সিং— এগুলির যে-কোনো একটিতে ডিপ্লোমা/ স্নাতক/ স্নাতকোওর হতে হবে পাশাপাশি হেলথ সেক্টরে কাউন্সেলিং-এ স্নাতকপ্রার্থীদের ৩ এবং ডিপ্লোমা/ স্নাতকোওর-প্রার্থীদের ১ বছরের কাজের অভিজ্ঞতা থাকলে আবেদন করতে পারেন। এইচআইভি বা এইডস সেক্টরে কাজ করে থাকলে অগ্রাধিকার। প্রাপ্ত নম্বর অ্যাডিশনাল সাবজেক্ট এবং ইভিএস ছাড়া ধরতে হবে। কম্পিউটারে কাজ চালানোর মতো জ্ঞান থাকা দরকার।
বয়স: বয়স হতে হবে ১ জানুয়ারি ২০১৮ অনুযায়ী ১৮ থেকে ৬০-এর মধ্যে।
শূন্যপদ: ৫ (অসংরক্ষিত ৩, তফশিলি জাতি ১, তফশিলি উপজাতি ১)।
আবেদন পদ্ধতি: অনলাইনে আবেদন করা যাবে যা চলবে ২৫ জুলাই পর্যন্ত। প্রাপ্ত আবেদন অনুযায়ী মেধাতালিকা তৈরি হবে এবং ৩১ জুলাইয়ের মধ্যে যোগ্য প্রার্থীদের তালিকা ওয়েবসাইটে প্রকাশ করা হবে। বিশদ বিবরণ পাওয়া যাবে এই পোর্টালে: https://www.wbhealth.gov.in/uploaded_files/careers/420.pdf
অনলাইনে আবেদন করতে হবে এই লিঙ্কে: http://hr.wbhealth.gov.in:8888