পূর্ব মেদিনীপুরে স্কুলে চাকরি

880
0

ঝোকুরকুল বিদ্যাসাগর বিদ্যাপীঠে ১৪ অক্টোবর ২০১৮ তারিখ পর্যন্ত ম্যাটারনিটি লিভ ভ্যাকান্সিতে ফিজিক্সে অনার্স/ পিজি, ট্রেনিংপ্রাপ্ত ওবিসি এ অ্যাসিস্ট্যান্ট টিচার চাই। যাবতীয় প্রমাণপত্রাদির দুসেট জেরক্স সহ ১৫ জুন ২০১৮ তারিখের মধ্যে আবেদন করতে হবে। ঠিকানা: The Administrator, Jhokurkul Vidyasagar Vidyapith, PO- Jafully Bibichak, Purba Medinipur, 721137. ফোন নম্বর: ৯৯৩২৫২৩১৮৯।

__________________________________________________

পূর্বানাই ছনপুর হাই স্কুলে ১২ অক্টোবর ২০১৮ তারিখ পর্যন্ত ম্যাটারনিটি লিভ ভ্যাকান্সিতে কম্বিনেশনে সংস্কৃত সহ বিএ পাশ তপশিলি জাতি অ্যাসিস্ট্যান্ট টিচার চাই। ট্রেনিং থাকলে অগ্রাধিকার। যাবতীয় প্রমাণপত্রাদির দুসেট জেরক্স সহ ১০ জুন ২০১৮ তারিখের মধ্যে আবেদন করতে হবে। ঠিকানা: The Administrator, Purbanai Chhanpur High School (HS), PO- Barabhuniakhali, PS- Nandakumar, Dist- Purba Medinipur, Pin- 721652.