পূর্ব মেদিনীপুর, হাওড়া ও ঝাড়গ্রামের ৩ স্কুলে চাকরি

847
0
Teacher Recruitment

পূর্ব মেদিনীপুরে স্কুলে চাকরি

ডেপুটেশন ভ্যাকান্সিতে হোম ম্যানেজমেন্ট অ্যান্ড হোম নার্সিংয়ে পোস্ট গ্র্যাজুয়েট তপশিলি উপজাতি অ্যাসিস্ট্যান্ট টিচার চাই। ট্রেনিং থাকলে অগ্রাধিকার। যাবতীয় প্রমাণপত্রাদির দুসেট জেরক্স সহ ১৯ ডিসেম্বর ২০১৮ তারিখের মধ্যে আবেদন করতে হবে। ঠিকানা: Marishda B.K.J. Banipith (HS), PO+PS Marishda, Dist Purba Medinipur.

হাওড়ার স্কুলে চাকরি

মেটারনিটি লিভ ভ্যাকান্সিতে দুজন মহিলা অ্যাসিস্ট্যান্ট টিচার নিয়োগ করা হবে। ১) কম্বিনেশনে বাংলা সহ স্নাতক, অসংরক্ষিত। ২) কম্বিনেশনে জীবনবিজ্ঞান সহ স্নাতক, অসংরক্ষিত। দুক্ষেত্রেই বিএড থাকতে হবে। যাবতীয় প্রমাণপত্রাদি সহ ১৮ ডিসেম্বর ২০১৮ তারিখের মধ্যে আবেদন করতে হবে। ঠিকানা: সম্পাদক, রঘুদেববাটী বিদ্যালয় ফর গালর্স, রঘুদেববাটী, হাওড়া, পিন ৭১১৩১০।

ঝাড়গ্রামে স্কুলে চাকরি

২০ মে ২০১৯ তারিখ পর্যন্ত মেটারনিটি লিভ ভ্যাকান্সিতে কম্বিনেশনে ইংরেজি সহ বিএ পাস বিএড অসংরক্ষিত অ্যাসিস্ট্যান্ট টিচার চাই। যাবতীয় প্রমাণপত্রাদি সহ ১৭ ডিসেম্বর ২০১৮ তারিখের মধ্যে আবেদন আবেদন করতে হবে। ঠিকানা: The Secretary, Bandhgora Jr. High School, PO Sumitrapur, Dist Jhargram, Pin 721506.