প্যারাটিচারদের ডিএলএড প্রথম বর্ষের ফল বেরোল

707
0
Folafal Final Pic

প্যারাটিচার ও রেসিডিউয়াল টিচারদের ২০১৫-২০১৭-র ডিএলএড (ওডিএল) কোর্সের ১ম বর্ষের টার্ম-এন্ড পরীক্ষার ফল (নেপালি মাধ্যম ছাড়া) বেরিয়েছে (বিজ্ঞপ্তি নম্বর: No. 148/BPE/ODL/2018, Dated: 09.07.2018)। ফল দেখা যাবে এই লিঙ্কে: www.wbbpe.org বা http://wbbprimaryeducation.org

নিজের রোল নং ও রেজিস্ট্রেশন নং দিয়ে সাবমিট বোতামে ক্লিক করলে দেখা যাবে “কোয়ালিফায়েড” বা “এনসি”।

ফল বেরনোর এই বিজ্ঞপ্তি দেখতে পারবেন ও এনসি হলে কী-কী কারণ হতে পারে তা জানতে পারবেন এই লিঙ্কে: http://www.wbbpe.org/WBBPE_NOTICE/Notice_09072018.pdf

মার্কশিট পাওয়া যাবে যেখানে আপনি কর্মরত সেই জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদ/জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের চেয়ারম্যান/চেয়ারপার্সন-এর অফিস থেকে। কবে কীভাবে পাবেন তা ওপরের লিঙ্কে জানানো হবে।