প্রকাশিত সি-টেট ফল, পাশ মাত্র ১৭%

726
0
CTET Result, Central TET Result

প্রকাশিত হল সিবিএসই পরিচালিত সেন্ট্রাল টিচার এলিজিবিলিটি টেস্টের ফলাফল। ২০১৮ সি-টেট-এর ফলাফল ওয়েবসাইটে আপলোড করে দেওয়া হয়েছে।

কেন্দ্রীয় বিদ্যালয় সহ কেন্দ্রীয় সরকার ও কিছু রাজ্য সরকারের অধীন প্রাইমারি ও আপার প্রাইমারি স্তরে শিক্ষকতার এন্ট্রি টেস্ট হিসাবে এই টেটের আয়োজন করে সিবিএসিই বোর্ড।

প্রাইমারি স্তরের জন্য পরীক্ষা দিয়েছিলেন প্রায় ১০ লক্ষ ৭৩ হাজার প্রার্থী যার মধ্যে মাত্র ১৭% শতাংশ প্রার্থী সফল।  সফল হয়েছেন প্রায় ১ লক্ষ ৭৮ হাজার ২৭৩ জন। সেরকমই আপার প্রাইমারি স্তরের জন্য পরীক্ষা দিয়েছিলেন ৮ লক্ষ ৭৮ হাজার ৪২৫ জন যার মধ্যে ১৫ % শতাংশ প্রার্থী অর্থাৎ ১ লক্ষ ২৬ হাজার ৯৬৮ জন সফল।

ফলাফল দেখার লিঙ্ক: http://cbseresults.nic.in/ctet/ctet18.htm

 

CTET Result, Central TET Result