প্রাইমারি ওডিএল প্রার্থীদের সাপ্লিমেন্টারি পরীক্ষা

941
0
SSC CHSL, SSC CHSL 2017, SSC CHSL Result

পশ্চিম বঙ্গ প্রাথমিক শিক্ষা পর্ষদের মাধ্যমে দুই বছরের ডি এল এড (ওডিএল) থিওরি পেপারের স্পেশ্যাল সাপ্লিমেন্টারি প্রথম বর্ষের পরীক্ষা ও  স্পেশ্যাল সাপ্লিমেন্টারি দ্বিতীয় বর্ষের পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। পরীক্ষা শুরু হবে আগামী ২৭ আগস্ট থেকে, বিস্তারিত সূচি জানা যাবে নিচের সাইটে।

প্রাইমারি টিচার ও প্যারাটিচার যাঁরা সিসি (কন্টিনিউইং ক্যান্ডিডেট ) ও এনসি (নট ক্লিয়ার্ড) তাঁদের সংশ্লিষ্ট ডিআই অফিস/সার্কল প্রজেক্ট কো-অর্ডিনেটরের কাছ থেকে  আবেদন পত্র (ব্ল্যাংক অ্যাডমিট কার্ড যুক্ত) সংগ্রহ করে নিতে হবে। আবেদন পত্র জমা দেওয়ার শেষ তারিখ ৬ আগস্ট, ২০১৮। প্রতি পরীক্ষার আবেদন পত্রের সঙ্গে ১০০০ টাকার ডিমান্ড ড্রাফট (দুটি পরীক্ষাই দিতে হলে দুটি আলাদা দরখাস্তের সঙ্গে আলাদা ড্রাফটে ১০০০ টাকা করে) দিতে হবে। ড্রাফট হবে “West Bengal Board of Primary Education“-এর অনুকূলে, Paybale at Kolkata।

বিস্তারিত বিজ্ঞপ্তি ও পরীক্ষার সূচি দেখে নেওয়া যাবে এই ওয়েবসাইটে: www.wbbpe.org বা www.wbsed.gov.in