প্রাইমারি টেটের উত্তরপত্র খতিয়ে দেখা হচ্ছে আদালতের ব্যবস্থায়

722
0
SSC CHSL, SSC CHSL 2017, SSC CHSL Result

২০১৪ সালের প্রাইমারি টেট পরীক্ষা হয়েছিল ২০১৫-র ১১ অক্টোবর। সেই পরীক্ষায় ১১টি প্রশ্নের বিকল্প উত্তর ভুল ছিল বলে বহু পরীক্ষার্থী অভিযোগ করেন, অগত্যা কলকাতা হাওকোর্টে মামলা করেন পরীক্ষার্থীদের একাংশ। সেই মামলা দায়ের হওয়ার পর ওই পরীক্ষার ফল প্রকাশ করে শিক্ষক নিয়োগ করে রাজ্য শিক্ষাদপ্তর।

মামলায় দীর্ঘ শুনানির পর গতকাল ২১ জুন আদালত বিশ্বভারতীর উপাচার্যকে দায়িত্ব দেন প্রশ্নোত্তর খতিয়ে দেখতে। উপাচার্য তাঁর নির্বাচিত বিশেষজ্ঞদের মাধ্যমে যাচাই করবেন উত্তরগুলি ঠিক না ভুল। তারপর উপাচার্য তাঁর রিপোর্ট আদালতকে জানাবেন সিল করা খামের মধ্যে। মামলার শুনানি আবার হবে ২৩ জুলাই। উত্তরগুলি ভুল হলে প্রায় ১ লক্ষ পরীক্ষার্থী সফল হবেন।