বসিরহাটে ব্লক আশা ফেসিলিটেটর নিয়োগ পরীক্ষা স্থগিত

919
0
Folafal Final Pic

বসিরিহাট মহকুমায় ব্লক আশা ফেসিলিটেটর নিয়োগের জন্য যে লিখিত পরীক্ষা ১৫ জুলাই হবার কথা ছিল, সেই পরীক্ষা অনিবার্য কারণে স্থগিত রাখা হল বলে কর্তৃপক্ষ এক বিজ্ঞপ্তিতে জানিয়েছেন। বলা হয়েছে, নতুন তারিখ নির্ধারিত হলে যথাসময়ে জানানো হবে। বিজ্ঞপ্তি দেখা যাবে এই লিঙ্কে: http://north24parganas.gov.in/sites/default/files/uploads0/Recruitments/NOTICE_asha_050718.pdf