বাঁকুড়া খ্রিস্টান কলেজে বিপিএড কোর্সে ভর্তি

1670
0
B.Ed admission 2021

বাঁকুড়া খ্রিস্টান কলেজে বিপিএড কোর্সে (২০১৮-২০) ভর্তি জন্য দরখাস্ত নেওয়া শুরু হয়েছে। সম্পূর্ণ বায়োডেটা ও যাবতীয় প্রমাণপত্রাদির জেরক্স সহ আবেদন করতে হবে।

যোগ্যতা: ৫০ শতাংশ নম্বর নিয়ে ফিজিক্যাল এডুকেশন একটি ঐচ্ছিক বিষয় সহ ব্যাচেলর ডিগ্রি অথবা ৪৫ শতাংশ নম্বর নিয়ে ফিজিক্যাল এডুকেশন একটি ঐচ্ছিক বিষয় সহ ব্যাচেলর ডিগ্রি এবং অ্যাসোসিয়েশন অব ইন্ডিয়ান ইউনির্ভাসিটি বা অলিম্পিক অ্যাসোসিয়েশন স্বীকৃত কোনো স্পোর্টস/ গেমস/ অ্যাথলেটিক্সে জাতীয়/ রাজ্য/ ইন্টার ইউনির্ভাসিটি প্রতিযোগিতায় প্রতিনিধিত্ব অথবা ৪৫ শতাংশ নম্বর নিয়ে ব্যাচেলর ডিগ্রি সহ জাতীয়/ রাজ্য/ ইন্টার ইউনির্ভাসিটি স্পোর্টস/ গেমস/ অ্যাথলেটিক্সে প্রতিনিধিত্ব।

কোর্স ফি: বছরে ৫০০০০ টাকা। দু বছরে এক লাখ টাকা।

আবেদনের ফি: ২৫০ টাকা। ব্যাঙ্ক ড্রাফ্টের মাধ্যমে ফি দিতে হবে। ড্রাফট প্রদেয় হবে বাঁকুড়ায়।

আবেদনের পদ্ধতি: সম্পূর্ণ বায়োডেটা ও যাবতীয় প্রমাণপত্রাদি সহ আবেদন করতে হবে ‘The Principal, Bankura Christian College, PO+Dist- Bankura, PIN- 722101’ ঠিকানায় ২০ জুন ২০১৮ তারিখের মধ্যে। অন্যান্য প্রাসঙ্গিক তথ্য জানা যাবে www.bankurachristiancollege.in ওয়েবাসইটে।