বাঁকুড়া, দক্ষিণ ২৪ পরগনা ও জলপাইগুড়ির ৩ স্কুলে চাকরি

1112
0
Teacher Recruitment

বাঁকুড়ার স্কুলে চাকরি

২২ জুলাই ২০২০ পর্যন্ত লিয়েন ভ্যাকান্সিতে বায়োসায়েন্স বিএসসি পাস বিএড তপশিলি জাতি মহিলা অ্যাসিস্ট্যান্ট টিচার চাই। যাবতীয় প্রমাণপত্রাদির দুসেট জেরক্স সহ আগামী ২৫ সেপ্টেম্বরের মধ্যে আবেদন করতে হবে। ঠিকানা: The President, Sihar Girls’ High School, Vill+PO Sihar, PS Kotulpur, Dist Bankura, PIN-722161.

 

দক্ষিণ ২৪ পরগনার স্কুলে চাকরি

আগামী ২৩ জুলাই পর্যন্ত লিয়েন ভ্যাকান্সিতে কম্বিনেশনে ইংরেজি সহ বিএ বিএড তপশিলি উপজাতি সহ শিক্ষক/ শিক্ষিকা চাই। বায়োডেটা সহ আগামী ২৬ সেপ্টেম্বরের মধ্যে আবেদন করতে হবে। ঠিকানা: সম্পাদক, খাঁড়াপাড়া হাইস্কুল, খাড়ি, রায়দিঘি, দক্ষিণ ২৪ পরগনা, পিন-৭৪৩৩৪৯।

 

জলপাইগুড়ির স্কুলে চাকরি

লিয়েন ভ্যাকান্সিতে দুজন অ্যাসিস্ট্যান্ট টিচার নিয়োগ করা হবে। ১) ২৫ জুলাই ২০২০ পর্যন্ত ইংরেজিতে অনার্স/ পিজি বিএড। ২) ৯ আগস্ট ২০২০ পর্যন্ত অ্যাডভান্স অ্যারাবিক (ইসলাম পরিচয়) অনার্স/ পিজি বিএড। যাবতীয় প্রমাণপত্রাদি সহ আগামী ২৭ সেপ্টেম্বরের মধ্যে আবেদন করতে হবে। ঠিকানা: The Secretary, Sukhani Bholapara High Madrasah (HS), PO Sahebpara, Dist Jalpaiguri, PIN-735134.