বিএসএফে ১৭৬৩ ট্রেডসম্যান নিয়োগের অবেদন চলছে

826
0
BSF Recruitment 2024

বর্ডার সিকিউরিটি ফোর্সে কনস্টেবল ট্রেডসম্যান পদে ১৭৬৩ জন তরুণ-তরুণী (পুরুষ ১৭৬১, মহিলা ২) নিয়োগ করা হবে, সেখবর আমরা গত ২৮ জানুয়ারি আপলোড করেছি।

তখনও বিজ্ঞপ্তি সরকারিভাবে বেরোয়নি, তাই আবেদনের তারিখ জানানো যায়নি।

এখন তারিখ জানা গেছে, আবেদন করা যাবে আগামী ৩ মার্চ পর্যন্ত, আন্দামান-নিকোবর, উত্তর-পূর্বাঞ্চল ইত্যাদি দূর-দূরান্তের প্রার্থীদের ক্ষেত্রে শেষ তারিখ ১৮ মার্চ।

বিস্তারিত জানা যাবে আমাদের মূল খবরের লিঙ্কে (https://jibikadishari.co.in/?p=9656)।

আবেদনের ফর্ম সহ বিএসএফের পুরো বিজ্ঞপ্তি পাওয়া যাবে এই লিঙ্কে: http://bsf.nic.in/doc/recruitment/r0103.pdf