বিজয়া ব্যাঙ্কে ৫৭ জন ম্যানেজার (চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট, ল, সিকিউরিটি) নিয়োগ করা হবে। রিক্রুটমেন্ট নোটিফিকেশন নম্বর: ১/২০১৮। নিচের যোগ্যতার যে-কোনো ভারতীয়রা আবেদন করতে পারবেন।
শূন্যপদের বিন্যাস: পোস্ট কোড ১: ম্যানেজার চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট: শূন্যপদ ৩২ (অসংরক্ষিত ১৭, তপশিলি জাতি ৫, তপশিলি উপজাতি ২, ওবিসি ৮)। এইসবের মধ্যে ১টি শ্রবণ প্রতিবন্ধীদের জন্য সংরক্ষিত। পোস্ট কোড ২: ম্যানেজার- ল: শূন্যপদ ২১ (অসংরক্ষিত ১১, তপশিলি জাতি ৩, তপশিলি উপজাতি ১, ওবিসি ৬)। এইসবের মধ্যে ১টি অস্থি প্রতিবন্ধীদের জন্য সংরক্ষিত। পোস্ট কোড ৩: ম্যানেজার- সিকিউরিটি: শূন্যপদ ৪ (অসংরক্ষিত ৩, ওবিসি ১)।
বয়সসীমা: ম্যানেজার- চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট ও ল পদের ক্ষেত্রে ১ মার্চ ২০১৮ তারিখের হিসেবে বয়স হতে হবে ২০-৩৫ বছরের মধ্যে। ম্যানেজার-সিকিউরিটি পদের ক্ষেত্রে ১ মার্চ ২০১৮ তারিখের হিসেবে বয়স হতে হবে ২০-৪৫ বছরের মধ্যে। সবকটি পদের ক্ষেত্রেই সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।
বেতনক্রম: ৩১৭০৫-৪৫৯৫০ টাকা।
যোগ্যতা: ম্যানেজার- চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট: চার্টার্ড অ্যাকাউন্ট্যান্সির ফাইনাল পরীক্ষা পাশ। চার্টার্ড অ্যাকাউন্ট্যান্ট হিসেবে অন্তত দু বছরের অভিজ্ঞতা থাকতে হবে। অফিসার হিসেবে কাজের অভিজ্ঞতা থাকলে অগ্রাধিকার।
ম্যানেজার- ল: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পূর্ণ সময়ের বিএল (এলএলবি)। অন্তত পাঁচ বছরের অভিজ্ঞতা থাকত হবে, যার মধ্যে তিন বছর কোনো সিভিল কোর্টে অ্যাডভোকেট হিসেবে সিভিল প্র্যাক্টিস করে থাকতে হবে/ ব্যাঙ্ক সম্পকির্ত কেসে ডিআরটি ডিলিং।
ম্যানেজার- সিকিউরিটি: কোনো স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে যে-কোনো শাখায় ডিগ্রি। আর্মি/ নেভি/ এয়ারফোর্সে অন্তত পাঁচ বছর কাজ করে থাকতে হবে অথবা পুলিশ অফিসার হিসেবে পাঁচ বছরের অভিজ্ঞতা (অ্যাসিস্ট্যান্ট সুপারিনটেন্ডন্ট-এর নিচের পদ হলে হবে না)।
সবকটি পদের ক্ষেত্রেই শিক্ষাগত যোগ্যতা ও অভিজ্ঞতা সম্পূর্ণ হতে হবে ১ মার্চ ২০১৮ তারিখের হিসেবে।
প্রার্থী বাছাই পদ্ধতি: লেখা পরীক্ষা এবং/ অথবা গ্রুপ ডিসকাশন ও ইন্টারভিউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে। বাছাই প্রার্থীদের এক বছরের প্রবেশন পিরিয়ড থাকবে।
আবেদনের ফি: ৬০০ টাকা। তপশিলি জাতি/ উপজাতি ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে ১০০ টাকা।
আবেদনের পদ্ধতি: www.vijayaban.com ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে। বৈধ ইমেল আইডি ও ফোন নম্বর থাকতে হবে। অনলাইন আবেদন করার আগে ছবি ও স্বাক্ষর স্ক্যান করে রাখতে হবে। সম্প্রতি তোলা পাসপোর্ট মাপের রঙিন ছবি হতে হবে। ডাইমেনশন ২০০×২৩০ পিক্সেল (বাঞ্ছনীয়ত), মাপ হতে হবে ২০-৫০ কেবির মধ্যে। সাদা কাগজে কালো কালির পেন দিয়ে স্বাক্ষর করতে হবে। ডাইমেনশন ১৪০×৬০ পিক্সেল (বাঞ্ছনীয়ত), মাপ হতে হবে ১০-২০ কেবির মধ্যে। স্ক্যানার রেজলিউশন ২০০ ডিপিআই। ছবি ও স্বাক্ষর জেপিজি বা জেপেগ ফরম্যাটে স্ক্যান করে রাখতে হবে। অনলাইন আবেদন করার সময় ছবি ও স্বাক্ষর নির্দিষ্ট স্থানে আপলোড করতে হবে।
অনলাইন আবেদনপত্র পূরণ করার পর কম্পিউটার জেনারেটেড অ্যাপ্লিকেশন ফর্মের প্রিন্টক-আউট নিতে হবে। পূরণ করা আবেদনপত্রের প্রিন্ট-আউট ও যাবতীয় প্রমাণপত্রাদির প্রত্যয়িত জেরক্স কেবল সাধারণ ডাকে পাঠাতে হবে Vijaya Bank, PO Box No 5136, GPO BANGALORE-560 001 ঠিকানায়। খামের উপরে লিখতে হবে ‘APPLICATION FOR THE POST OF MANAGER- CHARTERED ACCOUNTANT, MANAGER-LAW & MANAGER-SECURITY 2017-2018 in Vijaya Bank’. পূরণ করা আবেদনপত্র ও অন্যান্য নথি পৌঁছতে হবে ৪ মে ২০১৮ তারিখের মধ্যে। উত্তর-পূর্বাঞ্চলের প্রার্থীদের ক্ষেত্রে ১১ মে ২০১৮ তারিখের মধ্যে। অন্যান্য প্রাসঙ্গিক তথা জানা যাবে উপরোক্ত ওয়েবসাইটে।
গুরুত্বপূর্ণ তারিখ: অনলাইন রেজিস্ট্রেশন করা যাবে ২৭ এপ্রিল ২০১৮ তারিখ পর্যন্ত। কম্পিউটার জেনারেটেড অনলাইন আবেদনপত্রের প্রিন্ট-আউট নেওয়া যাবে ৪ মে ২০১৮ তারিখ পর্যন্ত।