বীরভূমে সিউড়ি মিউনিসিপ্যালিটিতে অষ্টম শ্রেণি যোগ্যতায় চাকরি

3453
0
West Bengal Government Job, Jobs in West Bengal, Birbhum Jobs

বীরভূম জেলার সিউড়ি মিউনিসিপ্যালিটির জন্য মজদুরের স্থায়ী পদে নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে।
বিজ্ঞপ্তি নম্বর– 01/S.M/2019-2020, Dated: 08.02.2020

শূন্যপদ: ৭ মজদুর (অসংরক্ষিত ৪, এসসি ১, অসংরক্ষিত এক্স-সার্ভিসম্যান ১, ওবিসি-এ ১)।

যোগ্যতা: সরকার স্বীকৃত প্রতিষ্ঠান থেকে অষ্টম শ্রেণি উত্তীর্ণ। বাংলা (নেপালি ভাষীদের জন্য নেপালি)লিখতে ও পড়তে জানতে হবে। ভালো শারীরিক সক্ষমতা ও খেলোয়াড়ি মানসিকতা থাকলে অগ্রাধিকার পাওয়া যাবে।

বয়সসীমা: ১ জানুয়ারি, ২০২০ অনুযায়ী সর্বনিম্ন বয়সসীমা ১৮। সরকারি নিয়ম অনুযায়ী বয়সের ছাড় রয়েছে।

বেতনক্রম: ৪৯০০-১৬২০০ + গ্রেড পে ১৭০০ টাকা।

আবেদন: আগামী ২ মার্চের নির্ধারিত বয়ানে পূরণ করা আবেদন পত্র পৌঁছোতে হবে। নিজের প্রয়োজনীয় সমস্ত নথির নিজের অ্যাটেস্টেড করা সার্টিফিকেটের কপি আবেদন পত্রের সঙ্গে দিতে হবে। সঙ্গে নিজের ঠিকানা লেখা ও ৪১ টাকার স্ট্যাম্প সাঁটানো খাম দিতে হবে। আবেদন পাঠাতে হবে রেজিস্টার্ড বা স্পিড পোস্টের মাধ্যমে। আবেদন পত্রের খামের উপর নিজের নাম, ঠিকানা, ক্যাটেগরি, পদের নাম লিখে দিতে হবে।

পরীক্ষা পদ্ধতি: ৮০ নম্বরের লিখিত পরীক্ষা ও সফল হলে ২০ নম্বরের মৌখিক পরীক্ষা হবে।

আবেদন পাঠানোর ঠিকনা: The Chairman, Suri Municipality, P.O. Suri, Dist Birbhum, PIN-731101

আবেদন পত্রের নমুনা ডাউনলোড ও বিজ্ঞপ্তির লিঙ্ক: http://birbhum.gov.in/Jobs/SURI_M_10022020.pdf