বীরভূম আদালতে লোয়ার ডিভিশন ক্লার্ক পদের পরবর্তী পরীক্ষা

559
0

বীরভুম জেলা আদালতে লোয়ার ডিভিশন ক্লার্ক নিয়োগের জন্য প্রথম পর্যায়ের পরীক্ষায় যাঁরা সফল হয়েছেন তাঁদের দ্বিতীয় পর্যায়ের পরীক্ষা হবে আগামী ২০ জানুয়ারি। এজন্য অ্যাডমিট কার্ড পাঠানো হয়েছে স্পিড পোস্টে। যাঁআরা পাননি তাঁদের ডুপ্লিকেট অ্যাডমিট কার্ডের জন্য একটি আবেদন পত্র লিখে উপস্থিত হতে হবে জুডিশিয়াল সার্ভিস সেন্টার, ডিস্ট্রিক্ট জাজ’স কোর্ট, সিউড়ি, বীরিভূম ঠিকানায় ১৬-১৯ জানুয়ারি বেলা ১১টা-১টা ও ২টো-৪টের মধ্যে। সেই আবেদনপত্র লিখতে হবে ‘চেয়ারম্যান, ডিস্ট্রিক্ট রিক্রুটমেন্ট কমিটি কাম ডিস্ট্রিক্ট জাজ, ডিস্ট্রিক্ট জাজ, বীরভূম’-কে। সঙ্গে নিয়ে যেতে হবে শিক্ষাগত যোগ্যতা, জন্মতারিখ, ঠিকানা, সচিত্র পরিচয়পত্র, প্রথম পর্যায়ের পরীক্ষার অ্যাডমিট কার্ড— এসব মূল প্রমাণপত্র ও পাসপোর্ট মাপের রঙিন ফটো নিয়ে যেতে হবে।

২ জানুয়ারি তারিখে স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তি (নম্বর ০১) দেখা যাবে এই লিঙ্কে: http://www.calcuttahighcourt.gov.in/Notice-Files/district-recruiment-notice/1862