বীরভূম, দক্ষিণ ২৪ পরগনা, পুরুলিয়া ও ঝাড়গ্রামের ৪ স্কুলে চাকরি

1167
0

বীরভূমের স্কুলে চাকরি

৩০ জুন ২০১৯ তারিখ পর্যন্ত ডেপুটেশন ভ্যাকান্সিতে বিএসসি (পাস) পিওর (ম্যাথমেটিক্স সহ) বিএড ওবিসি এ মহিলা অ্যাসিস্ট্যান্ট টিচার চাই। যাবতীয় প্রমাণপত্রাদি সহ ২ ডিসেম্বর ২০১৮ তারিখের মধ্যে আবেদন করতে হবে। ঠিকানা: The President/ Secretary, Bolpur Sailabala Girls’ High School, Bolpur, Dist Birbhum, Pin 731204.

দক্ষিণ ২৪ পরগনার স্কুলে চাকরি

৩০ জুন ২০১৯ তারিখ পর্যন্ত ডেপুটেশন ভ্যাকান্সিতে এক জন ভূগোল (অসংরক্ষিত) পাস গ্র্যাজুয়েট বিএড ও একজন এডুকেশন (তপশিলি জাতি) পোস্ট গ্র্যাজুয়েট বিএড শিক্ষক/ শিক্ষিকা চাই। যাবতীয় প্রমাণপত্রাদির দুসেট জেরক্স সহ ৭ ডিসেম্বর ২০১৮ তারিখের মধ্যে আবেদন করতে হবে। ঠিকানা: ভারপ্রাপ্ত শিক্ষক, শান্তিগাছী হাই স্কুল (উঃমাঃ), গ্রাম+পোঃ শান্তিগাছী, গোসাবা, দক্ষিণ ২৪ পরগনা, পিন ৭৪৩৩৭০। মোবাইল নম্বর ৯৭৩৪৯১৯৪৩১।

পুরুলিয়ার স্কুলে চাকরি

১ এপ্রিল ২০১৯ তারিখ পর্যন্ত ম্যাটারনিটি লিভ ভ্যাকান্সিতে বিপিএড সহ গ্র্যাজুয়েট অসংরক্ষিত ইসি অ্যাসিস্ট্যান্ট টিচার নিয়োগ করা হবে ওয়াক-ইন-ইন্টারভিউয়ের মাধ্যমে। যাবতীয় প্রমাণপত্রাদির মূল ও দুসেট জেরক্স সহ ১০ ডিসেম্বর ২০১৮ তারিখ সকাল ১২টায় সরাসরি উপস্থিত হতে হবে Chakbad High School (HS), PO Bogra, PS Santaldih, Dist Purulia ঠিকানায়। মোবাইল নম্বর: ৯৯৩৩১৩৯১৭১।

ঝাড়গ্রামে স্কুলে চাকরি

৩০ জুন ২০১৯ তারিখ পর্যন্ত ইসিহাসে বিএ (পাস) তপশিলি জাতি এবং পিওর সায়েন্স গ্র্যাজুয়েট (পাস) অসংরক্ষিত মহিলা অ্যাসিস্ট্যান্ট টিচার চাই। দুক্ষেত্রেই ট্রেনিং থাকলে অগ্রাধিকার। যাবতীয় প্রমাণপত্রাদি সহ ২ ডিসেম্বর ২০১৮ তারিখের মধ্যে আবেদন করতে হবে। ঠিকানা: Baligeria Balika Vidyapith (HS), Vill+PO Baligeria, PS Nayagram, Dist Jhargram, Pin 721125. মোবাইল নম্বর: ৯৮০০৩১০৫৪০/ ৯৭৩৪৩৬৪২৫৯।