বেনারস হিন্দু ইউনিভার্সিটিতে ১০০৮ জন জুনিয়র ক্লার্ক, নার্সিং অফিসার, ল্যাবরেটরি অ্যাটেন্ড্যান্ট ও ল্যাব অ্যাটেন্ড্যান্ট (ওটি কাম অ্যানাস্থেশিয়া) নিয়োগ করা হবে। বিজ্ঞপ্তি নম্বর: ০৬/২০১৮-২০১৯।
শূন্যপদের বিন্যাস: পোস্ট কোড ৪৩৮৪: জুনিয়র ক্লার্ক (গ্রুপ সি): ১৭০ (অসংরক্ষিত ৮৫, তপশিলি জাতি ২৭, তপশিলি উপজাতি ১৫, ওবিসি ৪৩)। পোস্ট কোড ৪৪৭৯: নার্সিং অফিসার (গ্রুপ বি): ৩৮৫ (অসংরক্ষিত ১৯৪, তপশিলি জাতি ৫৮, তপশিলি উপজাতি ২৯, ওবিসি ১০৪)। পোস্ট কোড ৪৫০৩: নার্সিং অফিসার (মহিলা)(গ্রুপ বি): ৩৮৫ (অসংরক্ষিত ১৯৭, তপশিলি জাতি ৫৭, তপশিলি উপজাতি ২৮, ওবিসি ১০৩)। পোস্ট কোড ৪৪৮০: ল্যাবরেটরি অ্যাটেন্ড্যান্ট (গ্রুপ বি): ৪০ (অসংরক্ষিত ২২, তপশিলি জাতি ৫, তপশিলি উপজাতি ৩, ওবিসি ১০)। পোস্ট কোড ৪৪৮৫: ল্যাব অ্যাটেন্ড্যান্ট (ওটি কাম অ্যানাস্থেশিয়া) (গ্রুপ বি): ২৮ (অসংরক্ষিত ১৫, তপশিলি জাতি ৪, তপশিলি উপজাতি ২, ওবিসি ৭)।
যোগ্যতা: দ্বিতীয় শ্রেণির গ্র্যাজুয়েট সঙ্গে অফিস অটোমেশন, বুক কিপিং, ওয়ার্ড প্রসেসিংয়ে কম্পিউটার ব্যবহারের ৬ মাসের ট্রেনিং অথবা দ্বিতীয় শ্রেণির গ্র্যাজুয়েট সঙ্গে এআইসিটিই স্বীকৃত কম্পিউটার ডিপ্লোমা। কম্পিউটার টাইপিং টেস্ট (স্কিল টেস্ট): ইংরেজিতে প্রতি মিনিটে ৩০ শব্দের গতিতে অথবা হিন্দিতে প্রতি মিনিটে ২৫ শব্দের গতিতে কম্পিউটারে টাইপিং স্পিড তুলতে হবে।
বয়সসীমা: ৪ মার্চ ২০১৯ তারিখের হিসেবে বয়স হতে হবে ১৮-৩০ বছরের মধ্যে। সংরক্ষিত শ্রেণির প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।
বেতনক্রম: গ্রুপ বি পদের ক্ষেত্রে মূল বেতন ২১৭০০-৬৯১০০ টাকা। গ্রুপ সি পদের ক্ষেত্রে ১৯৯০০-৬৩২০০ টাকা।
আবেদনের ফি: ৫০০ টাকা। তপশিলি জাতি/ উপজাতি ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের আবেদনের ফি দিতে হবে না। ডেবিট কার্ড/ ক্রেডিট কার্ড/ নেট ব্যাঙ্কিংয়ের মাধ্যমে ফি দেওয়া যাবে। ২৭ ফেব্রুয়ারি ২০১৯ তারিখ পর্যন্ত ফি দেওয়া যাবে।
আবেদনের পদ্ধতি: http://www.bhu.ac.in/rac ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে। বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে। অনলাইন আবেদন করা যাবে ২৩ ফেব্রুয়ারি ২০১৯ তারিখ পর্যন্ত। এনক্লোজার সহ ডাউনলোডেড অ্যাপ্লিকেশন ফর্ম জমা করার শেষ তারিখ ৪ মার্চ ২০১৯ তারিখ। অন্যান্য প্রাসঙ্গিক তথ্য জানা যাবে উপরোক্ত ওয়েবসাইট থেকে।