ভাইজাগ স্টিলে ৭৭ ম্যানেজমেন্ট ট্রেনি

1131
0
vizag steel apprentice 2021

রাষ্ট্রীয় ইস্পাত নিগম লিমিটেড বিশাখাপত্তনমে ইলেক্ট্রিক্যাল, মেকানিক্যাল ও মেটালার্জিক্যাল ডিসিপ্লিনে ৭৭ জন ম্যানেজমেন্ট ট্রেনি (টেকনিক্যাল) নিয়োগ করা হবে গেট ২০১৯ স্কোরের মাধ্যমে। রিক্রুটমেন্ট বিজ্ঞপ্তি নম্বর: ০১/২০১৯।

শূন্যপদের বিন্যাস: ইলেক্ট্রিক্যাল: শূন্যপদ ২০ (অসংরক্ষিত ১০, ওবিসি ৫, তপশিলি জাতি ৪, তপশিলি উপজাতি ১)। মেকানিক্যাল: ৩১ (অসংরক্ষিত ১৫, ওবিসি ৯, তপশিলি জাতি ৫, তপশিলি উপজাতি ২)। মেটালার্জিক্যাল: ২৬ (অসংরক্ষিত ১৪, ওবিসি ৭, তপশিলি জাতি ৩, তপশিলি উপজাতি ২)।

যোগ্যতা: এআইসিটিই স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয়/ ইনস্টিটিউট থেকে ন্যূনতম ৬০ শতাংশ নম্বর নিয়ে (তপশিলি জাতি/ উপজাতি ও শারীরিক প্রতিবন্ধীদের ক্ষেত্রে ৫০ শতাংশ) ইলেক্ট্রিক্যাল/ মেকানিক্যাল/ মেটালার্জি শাখায় পূর্ণ সময়ের ইঞ্জিনিয়ারিং বা টেকনোলজিতে ব্যাচেলর ডিগ্রি।

ইলেক্ট্রিক্যালের ক্ষেত্রে সমতুল ডিসিপ্লিনগুলি হল: ইলেক্ট্রিক্যাল অ্যান্ড ইলেক্ট্রনিক্স/ ইলেক্ট্রিক্যাল, ইনস্ট্রুমেন্টশন অ্যান্ড কন্ট্রোল/ পাওয়ার সিস্টেম অ্যান্ড হাই ভোল্টেজ ইঞ্জিনিয়ারিং/ ইলেক্ট্রিক্যাল মেশিন/ ইলেক্ট্রনিক্স অ্যান্ড পাওয়ার/ পাওয়ার ইলেক্ট্রনিক্স/ পাওয়ার প্ল্যান্ট ইঞ্জিনিয়ারিং/ এনার্জি ইঞ্জিনিয়ারিং।

মেকানিক্যালের ক্ষেত্রে সমতুল: মেকানিক্যাল অ্যান্ড অটোমেশন/ মেকাট্রনিক্স/ ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং/ ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং/ মেকানিক্যাল প্রোডাকশন অ্যান্ড টুল ইঞ্জিনিয়ারিং/ প্রোডাকশন টেকনোলজি ম্যানুফাকচারিং ইঞ্জিনিয়ারিং/ ম্যানুফ্যাকচারিং প্রসেস অ্যান্ড অটোমেশন/ প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং/ পাওয়ার ইঞ্জিনিয়ারিং।

মেটালার্জির ক্ষেত্রে সমতুল: মেটালার্জি, মেটালার্জি অ্যান্ড মেটিরিয়াল সায়েন্স।

বয়সসীমা: ১ ডিসেম্বর ২০১৮ তারিখের হিসেবে বয়সের ঊর্ধ্বসীমা ২৭ বছর (১ ডিসেম্বর ১৯৯১ সালের আগে জন্ম হলে আবেদন করতে পারবেন না)। তপশিলি জাতি/ উপজাতি, ওবিসি ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীরা নিয়ম অনুযায়ী বয়সের ঊর্ধ্বসীমায় ছাড় পাবেন।

প্রার্থী বাছাই পদ্ধতি: প্রাথমিকভাবে গেট ২০১৯ স্কোরের ভিত্তিতে ও পরে পার্সোনাল ইন্টারিভউয়ের মাধ্যমে প্রার্থী বাছাই করা হবে।

ট্রেনিংয়ের সময়সীমা পারিশ্রমিক: প্রার্থীর এক বছরের ট্রেনিং চলাকালীন প্রতি মাসে বেসিক পে ২০,৬০০ টাকা। ট্রেনিং শেষে আরও এক বছর প্রবেশন পিরিয়ড থাকবে। সফল ভাবে ট্রেনিং শেষে নিয়োগ হলে তখন মূল বেতনক্রম হবে ২৪৯০০-৫০৫০০ টাকা, সঙ্গে অন্যান্য ভাতা।

আবেদনের ফি: ৫০০ টাকা + ১৮ শতাংশ জিএসটি। তপশিলি জাতি/ উপজাতি ও শারীরিক প্রতিবন্ধী প্রার্থীদের ফি দিতে হবে না।

আবেদনের পদ্ধতি: www.vizagsteel.com ওয়েবসাইটে গিয়ে অনলাইন আবেদন করতে হবে। বৈধ ইমেল আইডি ও মোবাইল নম্বর থাকতে হবে। অনলাইন আবেদন করা যাবে ২০ ফেব্রুয়ারি ২০১৯ বিকাল ৫টা পর্যন্ত। অন্যান্য প্রাসঙ্গিক তথ্য উপরোক্ত ওয়েবসাইট থেকে জানা যাবে।