মাদ্রাসা সার্ভিস কমিশনের কাউন্সেলিং

681
0
SSC CHSL, SSC CHSL 2017, SSC CHSL Result

ওয়েস্ট বেঙ্গল মাদ্রাসা সার্ভিস কমিশনের ৬ষ্ঠ স্টেট লেভেল সিলেকশন টেস্ট, ২০১৩-র ওয়েটলিস্ট প্রার্থীদের কাউন্সেলিংয়ের তারিখ ঘোষণা করা হয়েছে। ৯ জুলাই, ২০১৮ সকাল ১০.৩০টা থেকে কাউন্সেলিং শুরু হবে।

ওয়েস্টলিস্ট-এর মধ্যে থেকে যে প্রার্থীরা কাউন্সেলিংয়ের জন্য বাছাই হয়েছেন, তাঁরা  ৬ জুলাই, ২০১৮ থেকে ওয়েবসাইটে তাঁদের কাউন্সেলিং লেটার ডাউনলোড করে নিতে পারবেন। কাউন্সেলিং করা হবে আবুল কালাম আজাদ ভবন, ডিডি-৪৫, সেক্টর-১, সল্টলেক, কলকাতা-৭০০০৬৪ ঠিকানায়। কাউন্সেলিং শিডিউল আপলোড করে দেওয়া হয়েছে ওয়েবসাইটে (http://wbmsc.com/wait_counseling.htm)।

সফল প্রার্থীরা তাঁদের ১০ সংখ্যার রেজিস্ট্রেশন নম্বর দিয়ে কাউন্সেলিং লেটার ডাউনলোড করে নিতে পারবেন এই লিঙ্ক থেকে: http://wbmsc.com/clet_tet.jsp

মাদ্রাসা সার্ভিস কমিশনের ওয়েবসাইট: http://wbmsc.com/