মাধ্যমিক যোগ্যতায় দেশ জুড়ে গ্রামীণ ডাকসেবকের কয়েক হাজার পদে নিয়োগ প্রক্রিয়া

1034
0
Gramin Dak Sevak, Postal Result, Gramin Dak sevak result

ডাক বিভাগে সারাদেশে আবার মাধ্যমিক যোগ্যতার বেশ কয়েক হাজার গ্রামীণ ডাকসেবক নিয়োগের (দ্বিতীয় পর্ব, সাইকেল-২) প্রক্রিয়া শুরু হয়েছে তা আমরা ইতিমধ্যেই জানিয়েছি (https://jibikadishari.co.in/?p=10398)। জানিয়েছি, দেশের যে-কোনো রাজ্যের বাসিন্দা একসঙ্গে এক ডাকসার্কেলে সর্বাধিক ৫টি পদ সহ অন্যান্য যে-কোনো সার্কেল মিলিয়ে সর্বাধিক ২০টি পদের জন্য এই অনলাইন আবেদন করতে পারেন। তবে একাধিক জায়গা/পদের জন্য নির্বাচিত হলেও নির্দিষ্ট মাপকাঠি অনুযায়ী (যেমন আপনার নির্বাচিত সবচেয়ে কাছের জায়গার শূন্যপদ অবশিষ্ট থাকলে) পাবেন এক জায়গা/পদের জন্য নিয়োগ, বাকিগুলি বাতিল হয়ে যাবে। শুরু হয়েছে ওড়িশা ও তামিলনাড়ুর শূন্যপদ পূরণের প্রক্রিয়া দিয়ে। ওই দুই রাজ্যের জন্য আবেদনের শেষ তারিখ ১৫ এপ্রিল। পশ্চিমবঙ্গ সহ অন্যান্য রাজ্য/সার্কেলের সম্ভাব্য শূন্যপদের জন্যও এরপর ক্রমান্বয়ে আবেদন গ্রহণ শুরু হবে আশা করা যায়। ওড়িশার শূন্যপদ ৪৩৯২, তামিলনাড়ুর ৪৪৪২। ওই দুই সার্কেলের কোন ডিভিশন/ইউনিটে কত শূন্যপদ, কী পদ ইত্যাদির বিস্তারিত বিবরণ সহ পুরো বিজ্ঞপ্তি ও অনলাইন আবেদনের লিঙ্ক পাবেন এই ওয়েবপেজে: http://www.appost.in/gdsonline/Home.aspx

আবেদনের জন্য প্রয়োজনীয় যোগ্যতা, বয়স, অন্যান্য শর্ত, ভাতা, কাজের প্রকৃতি ইত্যাদি জানতে পারবেন ওপরে বলা আমাদের পোর্টালের লিঙ্কে (https://jibikadishari.co.in/?p=10398)। আবার বলি, পশ্চিমবঙ্গ সার্কেলের শূন্যপদ ঘোষণা ও আবেদন গ্রহণের বিজ্ঞপ্তি প্রকাশ এখনও হয়নি, তবে আবেদন করতে পারেন যে-কোনো সার্কেলের শূন্যপদের জন্য। প্রার্থী বাছাই হবে স্বয়ংক্রিয়ভাবে মাধ্যমিকের নম্বরের ভিত্তিতে।