মামলার নিষ্পত্তি, গ্ৰুপ ডি নিয়োগ শীঘ্রই

820
0
Result, Recent Result Out

রাজ্য সরকারের ৬০০০ গ্রুপ ডি কর্মী নিয়োগে আর প্রতিবন্ধকতা থাকল না। মামলা খারিজ হয়ে গেল আদালতে। উল্লেখ্য, ২০১৭ সালের ৩ জানুয়ারি গ্রুপ ডি পদে নিয়োগের জন্য নবগঠিত রাজ্য গ্রুপ-ডি নিয়োগ পর্ষদ বিজ্ঞপ্তি প্রকাশ করে। ২৯ জানুয়ারির মধ্যে আবেদন করার কথা বলা হয়েছিল। সেই মোতাবেক আবেদন জমা পড়েছিল নজর কাড়া। ৬ হাজার পদের জন্য ২৪ লক্ষ ৮৭ হাজার আবেদন জমা পড়েছিল। যা নজিরবিহীন। লিখিত পরীক্ষায় বসেন প্রায় ২০ লক্ষ প্রার্থী। ২০১৭ সালের মে মাসে এই পরীক্ষা হয়েছিল। লিখিত ও পরীক্ষা ও ইন্টারভিউ প্রক্রিয়া শেষ হয়ে গেলেও প্রার্থী নিয়োগ করা যাচ্ছিল না মামলার কারণে। ২৬ এপ্রিল পর্যন্ত মোট ১৯ হাজার ৪৪৯ প্রার্থীর ইন্টারভিউ নেওয়া হয়। কিন্তু এগজেমটেড ক্যাটেগরির জন্য সংরক্ষণের নিয়ম ভেঙে ওই নিয়োগ প্রক্রিয়া চালানো হচ্ছে এই অভিযোগে স্টেট অ্যাডমিনিস্ট্রেটিভ ট্রাইব্যুনালে মামলা করেন এগজেমটেড ক্যাটেগরির কিছু প্রার্থী। আদালতের নির্দেশে পর্ষদের ইন্টারভিউ গ্রহণে বাধা না থাকলেও ফলাফল প্রকাশ বন্ধ রাখা হয়।

অবশেষে গত বৃহস্পতিবার দুটি মামলাই আদালত খারিজ করে দেয়। বিচারপতিরা মামলাকারীদের প্রশ্ন করেন, প্রক্রিয়ায় অনিয়ম হচ্ছে জেনেও তাঁরা পরীক্ষায় বসলেন কেন? পরীক্ষায় সফল হলে কি তাঁরা মামলা করতেন? বৃহস্পতিবার এই দুটি প্রশ্নের পরেই জোড়া মামলা খারিজ করে দেন রাজ্য প্রশাসনিক ট্রাইবুনাল (স্যাট)-এর দুই বিচারক সৌমিত্র পাল এবং পি রমেশ কুমার। দুটি মামলা খারিজ হওয়ার ফলে ছহাজার পদ পূরণে আর কোনো সমস্যা থাকছে না। আশা করা যায়, পর্ষদ শীঘ্রই চূড়ান্ত ফল প্রকাশ করবে এবং ছহাজার প্রার্থী চাকরিও পাবেন খুব শীঘ্রই।