মুর্শিদাবাদে ৯৭ ল্যাব টেকনিশিয়ান, নার্স, ডাক্তার

1342
1
Purulia, State Govt Jobs, Purulia Jobs

মুর্শিদাবাদ জেলায় এনএইচএম প্রকল্পে একাধিক পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি নম্বর– CM/MSD/DH&FWS/2017/9388, Dated: 06/12/2017

শূন্যপদ: মেডিকেল অফিসার ৩৮ (অসংরক্ষণ- ২৪, ওবিসি-এ ৪টি , ওবিসি-বি ৪টি, এসসি ৪টি, এটি ২টি), ল্যাব টেকনিশিয়ান ৮টি (অসংরক্ষণ- ৩, ওবিসি-এ ১টি , ওবিসি-বি ১টি, এসসি ২টি, এসটি ১টি), কালাজ্বর টেকনিক্যাল ৪টি (অসংরক্ষণ- ২, ওবিসি-এ ১টি, এসটি ১টি), ম্যালেরিয়া টেকনিক্যাল ৩টি (অসংরক্ষণ- ১, ওবিসি-এ ১টি , এসটি ১টি), আটেন্ড্যান্ট ৫টি (অসংরক্ষন ৩, এসসি ১, এসটি ১), জিএনএম ফর থ্যালাসেমিয়া ২ (অসংরক্ষণ ১ এসসি ১), জিএনএম এনআরসি ৬টি (অসংরক্ষণ ২, এসসি ২, এসটি ১, ওবিসি-বি ১), ইমিউনাইজেশন ভলেন্টিয়ার ১০টি (অসংরক্ষণ ৫, ওবিসি-এ ২, ওবিসি ১, এসসি ১, এসটি ১), সিনিয়র ট্রিটমেন্ট সুপারভাইসর ১২টি (অসংরক্ষণ ৩, এসসি ৭, এসটি ২) পদ রয়েছে।

শিক্ষাগত যোগ্যতা:

মেডিকেল অফিসার- এমসিআই অনুমোদিত প্রতিষ্ঠান থেকে এমবিবিএস। ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল অনুমোদিত প্রতিষ্ঠানে ১ বছরের কম্পালসারি ইন্টার্নশিপ থাকতে হবে।

ল্যাব টেকনিশিয়ান- ফিজিক্স, কেমিস্ট্রি এবং বায়োলজি / ম্যাথ সহ স্বীকৃত বোর্ড থেকে উচ্চ-মাধ্যমিক উত্তীর্ণ, ওয়েস্ট বেঙ্গল স্টেট মেডিকেল ফ্যাকাল্টি / এআইসিটিই  অনুমোদিত মেডিকেল ল্যাব টেকনোলজিতে ডিপ্লোমা। এমএস অফিস সহ কম্পিউটার নলেজ থাকতে হবে।

কালাজ্বর টেকনিক্যাল- স্বীকৃত ইউনিভার্সিটি থেকে বায়োলজি সহ বিজ্ঞান গ্র্যাজুয়েট। বৈধ টু হুইলার লাইসেন্স থাকতে হবে।

ম্যালেরিয়া টেকনিক্যাল- স্বীকৃত ইউনিভার্সিটি থেকে বায়োসায়েন্স গ্র্যাজুয়েট। এছাড়া একাদশ-দ্বাদশ শ্রেণিতে  বিজ্ঞান নিয়ে পড়া স্নাতকরাও আবেদন করতে পারেন। বৈধ টু হুইলার লাইসেন্স থাকতে হবে।

আটেন্ড্যান্ট- উচ্চমাধ্যমিক উত্তীর্ণ এবং স্থানীয় ভাষায় দক্ষতা থাকতে হবে। শুধুমাত্র মহিলা প্রার্থীরা আবেদন করতে পারবেন।

জিএনএম ফর থ্যালাসেমিয়া- ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল অনুমোদিত জিএনএম কোর্স এবং থ্যালাসেমিয়া রোগী নিয়ে নার্সিং কাজের অভিজ্ঞতা থাকতে হবে।

জিএনএম এনআরসি- ইন্ডিয়ান নার্সিং কাউন্সিল অনুমোদিত জিএনএম কোর্স পাশ হতে হবে।

ইমিউনাইজেশন ভলেন্টিয়ার- স্নাতক এবং কম্পিউটার অ্যাপ্লিকেশন-এ ৬ মাসের ডিপ্লোমা বা সার্টিফিকেটে। হেলথ বা হেলথ সম্পর্কিত বিষয়ে ২ বছর কাজের অভিজ্ঞতা থাকতে হবে। এমএস অফিস ও ইন্টারনেট কাজের অভিজ্ঞতা থাকতে হবে। বৈধ টু হুইলার লাইসেন্স থাকতে হবে।

সিনিয়র ট্রিটমেন্ট সুপারভাইজার- ৫০ শতাংশ নম্বর সহ স্নাতক ডিগ্রি, সঙ্গে কম্পিউটার অপারেশন-এ সার্টিফিকেটে কোর্স পাশ। বৈধ টু হুইলার লাইসেন্স থাকতে হবে।

আবেদন পদ্ধতি: অনলাইনে আবেদন করতে হবে।  আগামী ২০ ডিসেম্বর-এর মধ্যে আবেদন করতে হবে।  আবেদন ফি জমা দেওয়ার শেষ তারিখ  ২১ ডিসেম্বর, ২০১৭।  ২৯ ডিসেম্বর, ২০১৭ তারিখের মধ্যে শর্ট লিস্টেড তালিকা দেওয়া হবে।

আবেদন ফি: সংরক্ষিত শ্রেণীর জন্য ৫০ এবং অসংরক্ষিত শ্রেণীর জন্য ১০০ টাকা।

উপরোক্ত পদগুলি ছাড়াও এই বিজ্ঞপ্তিতে আরও কয়েকটি বিষয়ের শূন্যপদ রয়েছে।

আবেদনের লিঙ্ক – www.murshidabad.nic.in,

                                www.wbhealth.gov.in