মুর্শিদাবাদ, কোচবিহার ও জলপাইগুড়ির ৪ স্কুলে চাকরি

899
0

মুর্শিদাবাদের স্কুলে চাকরি

৩০ জুন ২০২০ পর্যন্ত ডেপুটেশন ভ্যাকান্সিতে কম্বিনেশনে বাংলা সহ বিএ পাস বিএড অসংরক্ষিত অ্যাসিস্ট্যান্ট টিচার চাই। যাবতীয় প্রমাণপত্রাদি সহ ৮ সেপ্টেম্বর ২০১৯ তারিখের মধ্যে আবেদন করতে হবে। ঠিকানা: The Headmaster, Mahisar M.M. High School, Vill & PO Mahisar, Dist Murshidabad, Pin 742147.

 

মেটারনিটি লিভ ভ্যাকান্সিতে কম্বিনেশনে বাংলা সহ বিএ পাস ট্রেন্ড (অসংরক্ষিত) শিক্ষিকা চাই। যাবতীয় প্রমাণপত্রাদি সহ ১১ সেপ্টেম্বর ২০১৯ তারিখের মধ্যে আবেদন করতে হবে। ঠিকানা: সম্পাদক, খাসপুর গালর্স’ জুনিঃ হাই স্কুল, খাসপুর, নোনাডাঙা, খড়গ্রাম, মুর্শিদাবাদ। মোবাইল নম্বর: ৮৯০০৬৬০৯০২/ ৯৪৩৪১৪২৫৩০।

 

কোচবিহারের স্কুলে চাকরি

ডেপুটেশন ভ্যাকান্সিতে কম্বিনেশনে ইংরেজি সহ বিএ পাস ওবিসি-বি অ্যাসিস্ট্যান্ট টিচার চাই। ট্রেনিং থাকলে অগ্রাধিকার। যাবতীয় প্রমাণপত্রাদি সহ ৮ সেপ্টেম্বর ২০১৯ তারিখের মধ্যে আবেদন করতে হবে। ঠিকানা: The President, Ghoksadanga Pramanik High School, PO Ghoksadanga, Dist Cooch Behar.

 

জলপাইগুড়ির স্কুলে চাকরি

মেটারনিটি লিভ ভ্যাকান্সিতে ফিলোজফিতে (অনার্স গ্র্যাজুয়েট/ পোস্ট গ্র্যাজুয়েট) অসংরক্ষিত মহিলা অ্যাসিস্ট্যান্ট টিচার নিয়োগ করা হবে ওয়াক-ইন-ইন্টারভিউয়ের মাধ্যমে। বয়স হতে হবে ৪০ বছরের কম। বিএড থাকলে অগ্রাধিকার। যাবতীয় প্রমাণপত্রাদির মূল ও দুসেট প্রত্যয়িত জেরক্স সহ ১১ সেপ্টেম্বর ২০১৯ বেলা ১২টায় সরাসরি হাজির হতে হবে। ঠিকানা: Central Girls’ Higher Secondary School, Jalpaiguri.