মুর্শিদাবাদ জেলায় স্বাস্থ্য ও পরিবারকল্যাণ বিভাগে চুক্তির ভিত্তিতে একাধিক পদে নিয়োগের জন্য বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। বিজ্ঞপ্তি নম্বর– DH&FWS/NHM/2018/8070, Dated: 30/08/2018
শূন্যপদ: কালাজ্বর ট্রিটমেন্ট সুপারভাইজার ৩ (অসংরক্ষিত ১, এসটি ১, ওবিসি-এ ১), টিউবারকিউলোসিস হেলথ ভিজিটর ২ (এসসি ২, এসটি ১), ডিস্ট্রিক্ট কনসালট্যান্ট ১ (অসংরক্ষিত), সিনিয়র ট্রিটমেন্ট সুপারভাইজার ১ (ওবিসি-এ ১), ইমিউনাইজেশন ভলেন্টিয়ার ১০ (বহরমপুর সাব ডিভিশন ওবিসি-বি ১, অসংরক্ষিত ১। কান্দি সাব ডিভিশন এসসি ১, অসংরক্ষিত ১। জঙ্গিপুর সাব ডিভিশন এসটি ১, এসসি ২, ওবিসি-এ ১, অসংরক্ষিত ৩), মেডিকেল অফিসার ৬ (অসংরক্ষিত ২, এসসি ১, এসটি ১, ওবিসি-এ ১, ওবিসি-বি ১), মেডিকেল অফিসার- আরএনটিসিপি ১ (জেনারেল ১), সিনিয়র মেডিকেল অফিসার ১ (জেনারেল ১), অ্যাটেন্ড্যান্ট ৫ (জেনারেল ৩, এসসি ১, এসটি ১), নিউট্রিশনিস্ট ১ (অসংরক্ষিত), সোশ্যাল ওয়ার্কার ১ (জেনারেল ১), মেডিকেল অফিসার- আরসিএইচ ৫ (অসংরক্ষিত), কাউন্সেলার আন্ডার আরসিএইচ ১ (এসসি ১), ল্যাব টেকনিশিয়ান ১ (এসটি), অ্যাকাউন্ট্যান্ট ১ (অসংরক্ষিত), সিনিয়র মেডিকেল অফিসার ১ (অসংরক্ষিত), মেডিকেল অফিসার ১-এআরটি সেন্টার ১ (অসংরক্ষিত)।
কালাজ্বর ট্রিটমেন্ট সুপারভাইজার— বায়োলোজি সহ স্বীকৃত ইউনিভার্সিটি থেকে বিজ্ঞান শাখায় গ্র্যাজুয়েট, বৈধ টু হুইলার সার্টিফিকেট থাকতে হবে। ৬২ বয়সের ঊর্ধ্ব ব্যক্তিদের ফিটনেস সার্টিফিকেট লাগবে।
টিউবারকিউলোসিস হেলথ ভিজিটর— ৫০% নম্বর সহ গ্র্যাজুয়েশন, এমপিডব্লু/এলএইচভি/এএনএম/হেলথ ওয়ার্কার হিসাবে কাজের অভিজ্ঞতা বা হেলথ এডুকেশন সার্টিফিকেট কোর্স বা টিউবারকিউলোসিস হেলথ ভিজিটর সার্টিফিকেট কোর্স, কম্পিউটার অপারেশনে সার্টিফিকেট থাকতে হবে।
ডিস্ট্রিক্ট কনসালটেন্ট— এমবিবিএস/ডেন্টাল/আয়ুষ/নার্সিং গ্র্যাজুয়েট এবং হেলথ ম্যানেজমেন্ট বা হাসপাতাল অ্যাডমিনিস্ট্রেশানে মাস্টার্স, পিএইচ/হাসপাতাল এডমিনের কাজে ২ বছরের অভিজ্ঞতা।
সিনিয়র ট্রিটমেন্ট সুপারভাইজার— ৫০% নম্বর সহ স্নাতক বা স্বীকৃত স্যানিটারি ইন্সপেক্টর কোর্স পাশ। কম্পিউটার অপারেশনে ২ মাসের সার্টিফিকেট কোর্স। স্থায়ী টু হুইলার ড্রাইভিং লাইসেন্স।
ইমিউনাইজেশান ভলেন্টিয়ার— স্নাতক এবং অন্তত ছয় মাসের কম্পিউটার সার্টিফিকেট কোর্স, সংশ্লিষ্ট মহকুমার বাসিন্দা হতে হবে। বৈধ ড্রাইভিং লাইসেন্স ও নিজের মোটর সাইকেল থাকতে হবে।
মেডিকেল অফিসার— এমসিআই অনুমোদিত এমবিবিএস, ওয়েস্ট বেঙ্গল মেডিকেল কাউন্সিল স্বীকৃত ১ বছরের কম্পালসারি ইন্টার্নশিপ।
মেডিকেল অফিসার – আরএনটিসিপি— এমসিআই অনুমোদিত এমবিবিএস, কম্পালসারি রোটেটরি ইন্টার্নশিপ শেষ করে থাকতে হবে।
সিনিয়র মেডিকেল অফিসার— এমসিআই অনুমোদিত এমবিবিএস, কম্পালসারি রোটেটরি ইন্টার্নশিপ শেষ করে থাকতে হবে।
অ্যাটেন্ড্যান্ট— উচ্চমাধ্যমিক উত্তীর্ণ, স্থানীয় ভাষায় দক্ষতা থাকতে হবে।
নিউট্রিশনিস্ট— ফুড অ্যান্ড নিউট্রিশনে বিএসসি বা এমএসসি ও কম্পিউটার নলেজে থাকতে হবে।
সোশ্যাল ওয়ার্কার— স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক, সরকারি প্রতিষ্ঠান থেকে কম্পিউটার অ্যাপ্লিকেশানে ১ বছরের ডিপ্লোমা।
মেডিকেল অফিসার – আরসিএইচ— এমবিবিএস এবং তার সঙ্গে গাইনিকোলজি ও এন্ডোক্রিনোলজি সম্বন্ধে জ্ঞান থাকতে হবে।
কাউন্সিলর আন্ডার আরসিএইচ— সাইকোলজি/সোশ্যাল ওয়ার্ক/অ্যান্থ্রোপোলজি/হিউম্যান ডেভেলপমেন্ট নিয়ে স্নাতক, এই বিষয়গুলিতে স্নাতকোত্তর থাকলে অগ্রাধিকার।
ল্যাব টেকনিশিয়ান— ৫০% নম্বর সহ উচ্চমাধ্যমিক, সঙ্গে মেডিকেল ল্যাব টেকনোলজিতে সার্টিফিকেট বা ডিপ্লোমা।
অ্যাকাউন্টেন্ট— কমার্স নিয়ে স্নাতক, ডাবল এন্ট্রি সিস্টেমে ২ বছরের অ্যাকাউন্টস মেন্টেন্যান্সের কাজের ও অ্যাকাউন্টস সফটওয়্যারে কাজের অভিজ্ঞতা।
সিনিয়র মেডিকেল অফিসার— এমডি মেডিসিন বা এমবিবিএস সহ ক্লিনিক্যাল ডিসিপ্লিনে ডিপ্লোমা ও ৩ বছরের কাজের অভিজ্ঞতা অথবা এমবিবিএস + এইচআইভি মেডিসিনে ফেলোশিপ ও ৩ বছরের কাজের অভিজ্ঞতা।
মেডিকেল অফিসার— ন্যাকো সেন্টারে ট্রেন্ড এমবিবিএস।
আবেদন পদ্ধতি: আগামী ১৪ সেপ্টেম্বরের মধ্যে রেজিস্টার্ড বা স্পিড পোস্টে সমস্ত প্রয়োজনীয় নথি সহ আবেদন করতে হবে। অবসরপ্রাপ্ত প্রার্থীদের ক্ষেত্রে বয়সের ঊর্ধ্বসীমা ১ জানুয়ারি, ২০১৮ অনুযায়ী ৬৫ বছর।
আবেদন পাঠানোর ঠিকানা – “Chief Medical Officer of Health, P.O. Berhampore, PS Berhampore, Dist Murshidabad, Pin- 742101”
আবেদনপত্রের নমুনা ও বিস্তারিত বিজ্ঞপ্তির লিঙ্ক: http://www.murshidabad.gov.in/Recruitment.aspx